সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী তীর্থপীঠ চন্দ্রনাথ ধামকে ঘিরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলা। ইতিমধ্যে মেলাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মেলা আয়োজক কমিটি ও প্রশাসন। মেলা ও তীর্থ কমিটির পৃথক পৃথক কর্মসূচির পাশাপাশি মেলার আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এ ছাড়া প্রতিবছরের ন্যায় এবারও মেলাকে ঘিরে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে সীতাকুণ্ডে দাঁড়াবে ৭টি এক্সপ্রেস ট্রেন।
এদিকে বৃহস্পতিবার থেকে শিব চতুর্দশী মেলা শুরু হলেও যুগের পর যুগ সংস্কারবিহীন রয়েছে চন্দ্রনাথ ধামের বহু মঠ-মন্দির। অন্যদিকে অসমাপ্ত রয়েছে তীর্থ পীঠে যাওয়ার একমাত্র মন্দির সড়কের সংস্কার কাজ। সেই সঙ্গে ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে চন্দ্রনাথ ধাম ওঠার সিঁড়িগুলো। যার কারণে মেলায় আগত লাখো ভক্তের ভিড়ে যেকোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। যা নিয়ে চরম শঙ্কায় রয়েছেন সনাতনী ভক্তরা। পাশাপাশি শঙ্কায় রয়েছে প্রশাসনও।
আয়োজকেরা জানান, সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের কাছে চন্দ্রনাথ ধাম একটি পুণ্যতীর্থপীঠ। আনুমানিক ৫০০ বছর আগের ফাল্গুন মাসের শিবচতুর্দশী তিথিতে (শিবরাত্রি) চন্দ্রনাথ ধামকে ঘিরে শুরু হয় তিন দিনব্যাপী শিবচতুর্দশী মেলা। তখন থেকে এ মেলা ঘিরে দেশ-বিদেশের লাখো পুণ্যার্থী সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ২০০ ফুট ওপরের পথ হেঁটে কলিযুগের মহাতীর্থ খ্যাত এ চন্দ্রনাথ ধাম দর্শনের পাশাপাশি শিবরাত্রিতে দেবাদেবী মহাদেবের পূজা অর্চনা করেন।
এ ছাড়া মেলার চতুর্দশী তিথিতে সনাতনী পুণ্যার্থীরা ব্যাস কুণ্ডে স্নান-তর্পণ, গয়াকুণ্ডে পিণ্ডদান করেন। এ ছাড়া সীতাকুণ্ডে থাকা অন্তত ৫০টি মঠ-মন্দির পরিক্রমা করবেন। ধর্মীয় এ মেলাকে ঘিরে বসে তৈজসপত্র, পাঠ্যপুস্তক, খাবারের দোকান, খেলনা, আসবাবপত্রসহ নানা পণ্যের দোকান। মেলায় আগত পুণ্যার্থীরা ধর্মীয় আচার শেষ করে কেনাকাটা করে বাড়ি ফেরেন।
আয়োজকেরা আরও বলেন, ‘শুক্রবার থেকে শুরু হওয়া এই শিব চতুর্দশী মেলা চলবে রোববার পর্যন্ত। এবারের মেলায় শিব চতুর্দশীর পূর্ণ তিথিতে দেবাদিদেব মহাদেবের সান্নিধ্য ও কৃপালাভের আশায় বাংলাদেশি সনাতনী পুণ্যার্থীর পাশাপাশি ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপসহ থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ১৫-২০ লাখ পুণ্যার্থীর সমাগম ঘটবে।’
সীতাকুণ্ড তীর্থধামের পণ্ডিত রাজীব ভরদ্বাজ জানান, মেলা শুক্রবার শুরু হলেও যে শিব চতুর্দশী তিথিকে ঘিরে সর্বাধিক দর্শনার্থীর আগমন হয়ে থাকে এবার সেই শিব চতুর্দশী তিথি শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে শুরু হবে। তা থাকবে রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৮ মিনিট পর্যন্ত। পুণ্যার্থীরা এই তিথিতে চন্দ্রনাথ ধামে এসে মঠ-মন্দির দর্শনসহ দেবাধিদেব মহাদেবের আরাধনা করবেন।
চন্দ্রনাথ ধাম শিব চতুর্দশী ও দোল পূর্ণিমা মেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এবার ১৭-১৯ ফেব্রুয়ারি তিন ব্যাপী মেলার দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি হবে বলে আমরা ধারণা করছি। ১৫-২০ লাখ পুণ্যার্থীর আসতে পারেন। সেই অনুযায়ী মেলায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মেলায় আগত তীর্থ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন স্থানে একাধিক বৈঠক করা হয়েছে।’
মেলা কমিটির সদস্য ও বিদায়ী সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী বলেন, চন্দ্রনাথ ধাম কলিযুগের মহাতীর্থ। প্রত্যেক সনাতনী পুণ্যার্থী জীবদ্দশায় একবার হলেও এ তীর্থপীঠ দর্শন করতে চান। সেই সঙ্গে চান শিব চতুর্দশী তিথিতে শিবের মাথায় জল ঢালার পাশাপাশি ব্যাস কুণ্ডে স্নান শেষে পূজার্চনা করতে। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্যি যে, সনাতনীদের এ মহাতীর্থ দীর্ঘকাল ধরে সংস্কারবিহীন পড়ে রয়েছে। এখানকার মঠ-মন্দিরগুলো। সংস্কারের অভাবে বিলুপ্তির পথে মহাতীর্থের গুরুত্বপূর্ণ অংশ বাড়বানল ও লবনাক্ষ মন্দির।
পলাশ চৌধুরী আরও বলেন, তবে এসবের পাশাপাশি এবারের মেলায় সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সংস্কারবিহীন মন্দির সড়ক। এই সড়কটি পৌরসভা সংস্কারের জন্য টেন্ডার দিলেও ঠিকাদার ইচ্ছেমতো কাজ করছে। একটি ২০ ফুট সড়কের কোথাও ১২ ফুট, কোথাও ১০ ফুট ঢালাই দেওয়া হয়েছে। অবশিষ্ট অংশ খালি রয়ে গেছে। একইভাবে ড্রেনের জন্য খনন করা হলেও তা ফেলে রাখা হয়েছে। মেলার তিন দিনে এই পথে তীর্থ অভিমুখে যাতায়াত করতে হবে লাখো দর্শনার্থীকে। যার ফলে সংস্কারবিহীন সড়কে চলতে গিয়ে যেকোন সময় দুর্ঘটনায় পড়তে পারেন তীর্থযাত্রীরা।
উদ্বেগ প্রকাশ করেছেন সীতাকুণ্ড পৌরসভার প্যানেল মেয়র ও মেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক হারাধন চৌধুরী বাবু। তিনি বলেন, ঠিকাদারকে সড়কটি সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে বহুদিন আগে। তাদের গড়িমসি, দ্রব্য মূল্য বৃদ্ধিসহ নানান অজুহাতে তারা এখনো সড়কটি সংস্কার শেষ করেনি। আমাদের ক্রমাগত চাপে সংস্কার কাজ করলেও কাজটি শেষ না হওয়ায় মেলায় দুর্ঘটনার প্রবল আশঙ্কা রয়েছে।
সীতাকুণ্ড রেলওয়ের স্টেশন মাস্টার সৈকত দেবনাথ জানান, শিব চতুর্দশী মেলায় তীর্থযাত্রী আনা নেওয়ার সুবিধার্থে ১৫ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিন বাংলাদেশ রেলওয়ে ৯টি এক্সপ্রেস ট্রেন সীতাকুণ্ড স্টেশনে থামবে। প্রতিদিন মহানগর এক্সপ্রেস (প্রতিদিন রাত ৯.২০ ঢাকা থেকে ছাড়বে), চট্টগ্রাম মেইল (রাত ১০.৩০ ঢাকা থেকে ছাড়বে), কর্ণফুলী কমিউটার (সকাল ৮.৪৫ ঢাকা থেকে), বিজয় এক্সপ্রেস (রাত ৮টায় ময়মনসিংহ থেকে ছাড়বে), ময়মনসিংহ এক্সপ্রেস (রাত ২টায় ময়মনসিংহ থেকে), উদয়ন এক্সপ্রেস (রাত ৮টায় সিলেট থেকে ছাড়বে), পাহাড়িকা এক্সপ্রেস (সকাল ১০.১৫ সিলেট থেকে), মেঘনা এক্সপ্রেস (সকাল ৫টা চাঁদপুর থেকে), সাগরিকা কমিউটার (দুপুর ২টা ৩০ চাঁদপুর থেকে) যাত্রা বিরতি করে যাত্রী আনা নেওয়া করবে। এ ছাড়া সীতাকুণ্ড থেকে প্রতিদিন সকাল ৮.৩৫ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে সাগরিকা কমিউটার, সকাল ১০.৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাবে কর্ণফুলী কমিউটার, বিকেল সাড়ে ৪টায় ময়মনসিংহ এক্সপ্রেস যাবে ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, গৌরিপুর, ভৈরব, আখাউড়ার উদ্দেশ্যে এবং রাত ১১.১০ মিনিটে ঢাকা মেইল ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এদিকে এবারের মেলাটিকে ঘিরে এখানে ৫ শতাধিক আইন-শৃঙ্খলা রক্ষী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ। তিনি বলেন, এই মেলাটি একটি বিশাল মেলা। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পুণ্যার্থীরা এখানে তীর্থ করতে আসেন। তারা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয় সেটি দেখার জন্য আমরা প্রস্তুত থাকব। স্থানীয় অথবা বাইরের কেউ যদি তীর্থ যাত্রীদের হয়রানির কারণ হন তবে আমি তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেব।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ বলেন, এবার তিন দিনের মেডিকেল ক্যাম্প প্রতিবারের মতো থাকবে। এবার অন্যান্য ওষুধের পাশাপাশি নতুনভাবে ডায়াবেটিস পরীক্ষা করা হবে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল জানান, এবারের শিবচতুর্দশী মেলায় ছয়টি পয়েন্টে অর্ধশতাধিক ফায়ার সার্ভিসের কর্মী দায়িত্ব পালন করবেন।

চট্টগ্রামের সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী তীর্থপীঠ চন্দ্রনাথ ধামকে ঘিরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলা। ইতিমধ্যে মেলাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মেলা আয়োজক কমিটি ও প্রশাসন। মেলা ও তীর্থ কমিটির পৃথক পৃথক কর্মসূচির পাশাপাশি মেলার আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এ ছাড়া প্রতিবছরের ন্যায় এবারও মেলাকে ঘিরে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে সীতাকুণ্ডে দাঁড়াবে ৭টি এক্সপ্রেস ট্রেন।
এদিকে বৃহস্পতিবার থেকে শিব চতুর্দশী মেলা শুরু হলেও যুগের পর যুগ সংস্কারবিহীন রয়েছে চন্দ্রনাথ ধামের বহু মঠ-মন্দির। অন্যদিকে অসমাপ্ত রয়েছে তীর্থ পীঠে যাওয়ার একমাত্র মন্দির সড়কের সংস্কার কাজ। সেই সঙ্গে ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে চন্দ্রনাথ ধাম ওঠার সিঁড়িগুলো। যার কারণে মেলায় আগত লাখো ভক্তের ভিড়ে যেকোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। যা নিয়ে চরম শঙ্কায় রয়েছেন সনাতনী ভক্তরা। পাশাপাশি শঙ্কায় রয়েছে প্রশাসনও।
আয়োজকেরা জানান, সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের কাছে চন্দ্রনাথ ধাম একটি পুণ্যতীর্থপীঠ। আনুমানিক ৫০০ বছর আগের ফাল্গুন মাসের শিবচতুর্দশী তিথিতে (শিবরাত্রি) চন্দ্রনাথ ধামকে ঘিরে শুরু হয় তিন দিনব্যাপী শিবচতুর্দশী মেলা। তখন থেকে এ মেলা ঘিরে দেশ-বিদেশের লাখো পুণ্যার্থী সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ২০০ ফুট ওপরের পথ হেঁটে কলিযুগের মহাতীর্থ খ্যাত এ চন্দ্রনাথ ধাম দর্শনের পাশাপাশি শিবরাত্রিতে দেবাদেবী মহাদেবের পূজা অর্চনা করেন।
এ ছাড়া মেলার চতুর্দশী তিথিতে সনাতনী পুণ্যার্থীরা ব্যাস কুণ্ডে স্নান-তর্পণ, গয়াকুণ্ডে পিণ্ডদান করেন। এ ছাড়া সীতাকুণ্ডে থাকা অন্তত ৫০টি মঠ-মন্দির পরিক্রমা করবেন। ধর্মীয় এ মেলাকে ঘিরে বসে তৈজসপত্র, পাঠ্যপুস্তক, খাবারের দোকান, খেলনা, আসবাবপত্রসহ নানা পণ্যের দোকান। মেলায় আগত পুণ্যার্থীরা ধর্মীয় আচার শেষ করে কেনাকাটা করে বাড়ি ফেরেন।
আয়োজকেরা আরও বলেন, ‘শুক্রবার থেকে শুরু হওয়া এই শিব চতুর্দশী মেলা চলবে রোববার পর্যন্ত। এবারের মেলায় শিব চতুর্দশীর পূর্ণ তিথিতে দেবাদিদেব মহাদেবের সান্নিধ্য ও কৃপালাভের আশায় বাংলাদেশি সনাতনী পুণ্যার্থীর পাশাপাশি ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপসহ থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ১৫-২০ লাখ পুণ্যার্থীর সমাগম ঘটবে।’
সীতাকুণ্ড তীর্থধামের পণ্ডিত রাজীব ভরদ্বাজ জানান, মেলা শুক্রবার শুরু হলেও যে শিব চতুর্দশী তিথিকে ঘিরে সর্বাধিক দর্শনার্থীর আগমন হয়ে থাকে এবার সেই শিব চতুর্দশী তিথি শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে শুরু হবে। তা থাকবে রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৮ মিনিট পর্যন্ত। পুণ্যার্থীরা এই তিথিতে চন্দ্রনাথ ধামে এসে মঠ-মন্দির দর্শনসহ দেবাধিদেব মহাদেবের আরাধনা করবেন।
চন্দ্রনাথ ধাম শিব চতুর্দশী ও দোল পূর্ণিমা মেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এবার ১৭-১৯ ফেব্রুয়ারি তিন ব্যাপী মেলার দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি হবে বলে আমরা ধারণা করছি। ১৫-২০ লাখ পুণ্যার্থীর আসতে পারেন। সেই অনুযায়ী মেলায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মেলায় আগত তীর্থ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন স্থানে একাধিক বৈঠক করা হয়েছে।’
মেলা কমিটির সদস্য ও বিদায়ী সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী বলেন, চন্দ্রনাথ ধাম কলিযুগের মহাতীর্থ। প্রত্যেক সনাতনী পুণ্যার্থী জীবদ্দশায় একবার হলেও এ তীর্থপীঠ দর্শন করতে চান। সেই সঙ্গে চান শিব চতুর্দশী তিথিতে শিবের মাথায় জল ঢালার পাশাপাশি ব্যাস কুণ্ডে স্নান শেষে পূজার্চনা করতে। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্যি যে, সনাতনীদের এ মহাতীর্থ দীর্ঘকাল ধরে সংস্কারবিহীন পড়ে রয়েছে। এখানকার মঠ-মন্দিরগুলো। সংস্কারের অভাবে বিলুপ্তির পথে মহাতীর্থের গুরুত্বপূর্ণ অংশ বাড়বানল ও লবনাক্ষ মন্দির।
পলাশ চৌধুরী আরও বলেন, তবে এসবের পাশাপাশি এবারের মেলায় সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সংস্কারবিহীন মন্দির সড়ক। এই সড়কটি পৌরসভা সংস্কারের জন্য টেন্ডার দিলেও ঠিকাদার ইচ্ছেমতো কাজ করছে। একটি ২০ ফুট সড়কের কোথাও ১২ ফুট, কোথাও ১০ ফুট ঢালাই দেওয়া হয়েছে। অবশিষ্ট অংশ খালি রয়ে গেছে। একইভাবে ড্রেনের জন্য খনন করা হলেও তা ফেলে রাখা হয়েছে। মেলার তিন দিনে এই পথে তীর্থ অভিমুখে যাতায়াত করতে হবে লাখো দর্শনার্থীকে। যার ফলে সংস্কারবিহীন সড়কে চলতে গিয়ে যেকোন সময় দুর্ঘটনায় পড়তে পারেন তীর্থযাত্রীরা।
উদ্বেগ প্রকাশ করেছেন সীতাকুণ্ড পৌরসভার প্যানেল মেয়র ও মেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক হারাধন চৌধুরী বাবু। তিনি বলেন, ঠিকাদারকে সড়কটি সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে বহুদিন আগে। তাদের গড়িমসি, দ্রব্য মূল্য বৃদ্ধিসহ নানান অজুহাতে তারা এখনো সড়কটি সংস্কার শেষ করেনি। আমাদের ক্রমাগত চাপে সংস্কার কাজ করলেও কাজটি শেষ না হওয়ায় মেলায় দুর্ঘটনার প্রবল আশঙ্কা রয়েছে।
সীতাকুণ্ড রেলওয়ের স্টেশন মাস্টার সৈকত দেবনাথ জানান, শিব চতুর্দশী মেলায় তীর্থযাত্রী আনা নেওয়ার সুবিধার্থে ১৫ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিন বাংলাদেশ রেলওয়ে ৯টি এক্সপ্রেস ট্রেন সীতাকুণ্ড স্টেশনে থামবে। প্রতিদিন মহানগর এক্সপ্রেস (প্রতিদিন রাত ৯.২০ ঢাকা থেকে ছাড়বে), চট্টগ্রাম মেইল (রাত ১০.৩০ ঢাকা থেকে ছাড়বে), কর্ণফুলী কমিউটার (সকাল ৮.৪৫ ঢাকা থেকে), বিজয় এক্সপ্রেস (রাত ৮টায় ময়মনসিংহ থেকে ছাড়বে), ময়মনসিংহ এক্সপ্রেস (রাত ২টায় ময়মনসিংহ থেকে), উদয়ন এক্সপ্রেস (রাত ৮টায় সিলেট থেকে ছাড়বে), পাহাড়িকা এক্সপ্রেস (সকাল ১০.১৫ সিলেট থেকে), মেঘনা এক্সপ্রেস (সকাল ৫টা চাঁদপুর থেকে), সাগরিকা কমিউটার (দুপুর ২টা ৩০ চাঁদপুর থেকে) যাত্রা বিরতি করে যাত্রী আনা নেওয়া করবে। এ ছাড়া সীতাকুণ্ড থেকে প্রতিদিন সকাল ৮.৩৫ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে সাগরিকা কমিউটার, সকাল ১০.৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাবে কর্ণফুলী কমিউটার, বিকেল সাড়ে ৪টায় ময়মনসিংহ এক্সপ্রেস যাবে ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, গৌরিপুর, ভৈরব, আখাউড়ার উদ্দেশ্যে এবং রাত ১১.১০ মিনিটে ঢাকা মেইল ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এদিকে এবারের মেলাটিকে ঘিরে এখানে ৫ শতাধিক আইন-শৃঙ্খলা রক্ষী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ। তিনি বলেন, এই মেলাটি একটি বিশাল মেলা। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পুণ্যার্থীরা এখানে তীর্থ করতে আসেন। তারা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয় সেটি দেখার জন্য আমরা প্রস্তুত থাকব। স্থানীয় অথবা বাইরের কেউ যদি তীর্থ যাত্রীদের হয়রানির কারণ হন তবে আমি তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেব।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ বলেন, এবার তিন দিনের মেডিকেল ক্যাম্প প্রতিবারের মতো থাকবে। এবার অন্যান্য ওষুধের পাশাপাশি নতুনভাবে ডায়াবেটিস পরীক্ষা করা হবে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল জানান, এবারের শিবচতুর্দশী মেলায় ছয়টি পয়েন্টে অর্ধশতাধিক ফায়ার সার্ভিসের কর্মী দায়িত্ব পালন করবেন।

ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বেয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম চোকদারকে তাঁর মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার পোরাগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে নড়িয়া পৌর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
২৯ মিনিট আগে
মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী আঞ্চলিক সড়কে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মারওয়ান আলম (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। রোববার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারওয়ান বড়লেখা উপজেলার কাঁঠালতলী গ্রামের ফয়সল আহমদের ছেলে।
১ ঘণ্টা আগে
রাজশাহীর বাঘায় বেওয়ারিশ পাগলা কুকুরের উপদ্রব বেড়েই চলছে। ঘুরে বেড়ানো এক কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন পথচারী আহত হয়েছে। গতকাল রোববার (২৬ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা নওদাপাড়া, পুকুরপাড়া, আঠালিয়াপাড়া, অমরপুরসহ লালপুর উপজেলার সাধুপাড়া, ধরবিলা...
১ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাতপরিচয় (৭০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে নাটোর-পাবনা মহাসড়কের কয়েন ময়মনসিংহপাড়া কবরস্থানের পাশ থেকে এই লাশ উদ্ধার করা হয়। লাশের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী।
১ ঘণ্টা আগেশরীয়তপুর প্রতিনিধি

ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বেয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম চোকদারকে তাঁর মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার পোরাগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে নড়িয়া পৌর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। প্রিয়জনকে শেষবিদায় জানাতে সেখানে উপস্থিত হন স্বজন ও প্রতিবেশীরা।
এর আগে, গতকাল রোববার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর স্বজনেরা তাঁর মরদেহ নিয়ে দেশের বাড়ির উদ্দেশে রওনা হন এবং রাত ২টার দিকে মরদেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছায়।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদ (৩৬) নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের মৃত আব্দুল জলিল চোকদারের ছোট ছেলে। প্রায় ১৫ বছর আগে তাঁর মা-বাবা মারা যান।
আবুল কালাম ছয়-সাত বছর আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরে বিয়ে করেন। তিনি স্ত্রী ও দুই সন্তান—আব্দুল্লাহ (৫) ও সুরাইয়াকে নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পাঠানতলী এলাকায় বসবাস করতেন। ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে তিনি জনশক্তি রপ্তানির কাজ করতেন।
রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে ব্যক্তিগত কাজে রাজধানীর ফার্মগেট এলাকায় যাওয়ার সময় মেট্রোরেলের একটি বেয়ারিং প্যাড খুলে সরাসরি আবুল কালামের মাথা পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আবুল কালামের মেজো ভাই খোকন চোকদার বলেন, রাত ২টার দিকে ছোট ভাই আবুল কালামের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। আজ সকাল ৯টায় গ্রামের মসজিদে জানাজা শেষে নড়িয়া পৌর কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়েছে।
মোক্তারের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা শেখ বলেন, ‘আবুল কালামের মা-বাবা অনেক আগেই মারা যান। ছেলেটি অনেক কষ্ট করে প্রতিষ্ঠিত হয়েছিল। তার হঠাৎ এভাবে করুণ মৃত্যু মেনে নেওয়া যায় না।’
এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান বলেন, ‘আবুল কালামের মৃত্যু মর্মান্তিক। সরকারি নির্দেশনা অনুযায়ী পরিবারটিকে দ্রুত ক্ষতিপূরণ প্রদান করা হবে।’

ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বেয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম চোকদারকে তাঁর মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার পোরাগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে নড়িয়া পৌর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। প্রিয়জনকে শেষবিদায় জানাতে সেখানে উপস্থিত হন স্বজন ও প্রতিবেশীরা।
এর আগে, গতকাল রোববার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর স্বজনেরা তাঁর মরদেহ নিয়ে দেশের বাড়ির উদ্দেশে রওনা হন এবং রাত ২টার দিকে মরদেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছায়।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদ (৩৬) নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের মৃত আব্দুল জলিল চোকদারের ছোট ছেলে। প্রায় ১৫ বছর আগে তাঁর মা-বাবা মারা যান।
আবুল কালাম ছয়-সাত বছর আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরে বিয়ে করেন। তিনি স্ত্রী ও দুই সন্তান—আব্দুল্লাহ (৫) ও সুরাইয়াকে নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পাঠানতলী এলাকায় বসবাস করতেন। ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে তিনি জনশক্তি রপ্তানির কাজ করতেন।
রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে ব্যক্তিগত কাজে রাজধানীর ফার্মগেট এলাকায় যাওয়ার সময় মেট্রোরেলের একটি বেয়ারিং প্যাড খুলে সরাসরি আবুল কালামের মাথা পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আবুল কালামের মেজো ভাই খোকন চোকদার বলেন, রাত ২টার দিকে ছোট ভাই আবুল কালামের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। আজ সকাল ৯টায় গ্রামের মসজিদে জানাজা শেষে নড়িয়া পৌর কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়েছে।
মোক্তারের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা শেখ বলেন, ‘আবুল কালামের মা-বাবা অনেক আগেই মারা যান। ছেলেটি অনেক কষ্ট করে প্রতিষ্ঠিত হয়েছিল। তার হঠাৎ এভাবে করুণ মৃত্যু মেনে নেওয়া যায় না।’
এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান বলেন, ‘আবুল কালামের মৃত্যু মর্মান্তিক। সরকারি নির্দেশনা অনুযায়ী পরিবারটিকে দ্রুত ক্ষতিপূরণ প্রদান করা হবে।’

চট্টগ্রামের সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী তীর্থপীঠ চন্দ্রনাথ ধামকে ঘিরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলা। ইতিমধ্যে মেলাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মেলা আয়োজক কমিটি ও প্রশাসন। মেলা ও তীর্থ কমিটির পৃথক পৃথক কর্মসূচির পাশাপাশি মেলার আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান
১৭ ফেব্রুয়ারি ২০২৩
মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী আঞ্চলিক সড়কে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মারওয়ান আলম (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। রোববার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারওয়ান বড়লেখা উপজেলার কাঁঠালতলী গ্রামের ফয়সল আহমদের ছেলে।
১ ঘণ্টা আগে
রাজশাহীর বাঘায় বেওয়ারিশ পাগলা কুকুরের উপদ্রব বেড়েই চলছে। ঘুরে বেড়ানো এক কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন পথচারী আহত হয়েছে। গতকাল রোববার (২৬ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা নওদাপাড়া, পুকুরপাড়া, আঠালিয়াপাড়া, অমরপুরসহ লালপুর উপজেলার সাধুপাড়া, ধরবিলা...
১ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাতপরিচয় (৭০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে নাটোর-পাবনা মহাসড়কের কয়েন ময়মনসিংহপাড়া কবরস্থানের পাশ থেকে এই লাশ উদ্ধার করা হয়। লাশের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী।
১ ঘণ্টা আগেমৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী আঞ্চলিক সড়কে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মারওয়ান আলম (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। রোববার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারওয়ান বড়লেখা উপজেলার কাঁঠালতলী গ্রামের ফয়সল আহমদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মধ্যরাতে কুলাউড়া থেকে বড়লেখাগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মারওয়ানসহ মোট পাঁচজন আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মারওয়ানকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ও মোটরসাইকেলটি জব্দ করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী আঞ্চলিক সড়কে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মারওয়ান আলম (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। রোববার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারওয়ান বড়লেখা উপজেলার কাঁঠালতলী গ্রামের ফয়সল আহমদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মধ্যরাতে কুলাউড়া থেকে বড়লেখাগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মারওয়ানসহ মোট পাঁচজন আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মারওয়ানকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ও মোটরসাইকেলটি জব্দ করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী তীর্থপীঠ চন্দ্রনাথ ধামকে ঘিরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলা। ইতিমধ্যে মেলাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মেলা আয়োজক কমিটি ও প্রশাসন। মেলা ও তীর্থ কমিটির পৃথক পৃথক কর্মসূচির পাশাপাশি মেলার আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান
১৭ ফেব্রুয়ারি ২০২৩
ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বেয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম চোকদারকে তাঁর মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার পোরাগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে নড়িয়া পৌর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
২৯ মিনিট আগে
রাজশাহীর বাঘায় বেওয়ারিশ পাগলা কুকুরের উপদ্রব বেড়েই চলছে। ঘুরে বেড়ানো এক কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন পথচারী আহত হয়েছে। গতকাল রোববার (২৬ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা নওদাপাড়া, পুকুরপাড়া, আঠালিয়াপাড়া, অমরপুরসহ লালপুর উপজেলার সাধুপাড়া, ধরবিলা...
১ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাতপরিচয় (৭০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে নাটোর-পাবনা মহাসড়কের কয়েন ময়মনসিংহপাড়া কবরস্থানের পাশ থেকে এই লাশ উদ্ধার করা হয়। লাশের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী।
১ ঘণ্টা আগেবাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘায় বেওয়ারিশ পাগলা কুকুরের উপদ্রব বেড়েই চলছে। ঘুরে বেড়ানো এক কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন পথচারী আহত হয়েছে। গতকাল রোববার (২৬ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা নওদাপাড়া, পুকুরপাড়া, আঠালিয়াপাড়া, অমরপুরসহ লালপুর উপজেলার সাধুপাড়া, ধরবিলা লক্ষবাড়িয়া গ্রামের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে আতঙ্কে রয়েছে এলাকাবাসী।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গতকাল সকাল থেকে রাত পর্যন্ত হঠাৎ পাগলা কুকুর পথচারীদের ওপর আক্রমণ করে। এতে ১২ জন আহত হয়। তাদের অনেকেই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে দিঘা আঠালিয়া গ্রামের আহত নাজমুল হোসেনকে (২৫) সোমবার (২৭ অক্টোবর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
কুকুরের কামড়ে আহত দিঘা নওদাপাড়া গ্রামের নাজিমুদ্দিন (৫৬) বলেন, ‘গতকাল দুপুরে বাড়ির পাশে পথে দাঁড়িয়েছিলাম। হঠাৎ কুকুর কামড়ে দেয়। পরে ভ্যাকসিন নিয়েছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশাদুজ্জামন আসাদ বলেন, আহত কয়েকজন ব্যক্তির প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে শুনেছি। তবে অতি দ্রুত কুকুরটি আটক করতে পারলে ভালো হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বাঘা পৌরসভার প্রশাসক শাম্মী আক্তার বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকাসহ পৌরসভায় কুকুরের উপদ্রব বেড়েছে, তা জেনেছি। তবে হাইকোর্টে রিট থাকায় উপজেলা ও পৌরসভা কর্তৃক নিধন বা নিয়ন্ত্রণের সুযোগ নেই। এ বিষয়ে আইন মেনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহীর বাঘায় বেওয়ারিশ পাগলা কুকুরের উপদ্রব বেড়েই চলছে। ঘুরে বেড়ানো এক কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন পথচারী আহত হয়েছে। গতকাল রোববার (২৬ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা নওদাপাড়া, পুকুরপাড়া, আঠালিয়াপাড়া, অমরপুরসহ লালপুর উপজেলার সাধুপাড়া, ধরবিলা লক্ষবাড়িয়া গ্রামের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে আতঙ্কে রয়েছে এলাকাবাসী।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গতকাল সকাল থেকে রাত পর্যন্ত হঠাৎ পাগলা কুকুর পথচারীদের ওপর আক্রমণ করে। এতে ১২ জন আহত হয়। তাদের অনেকেই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে দিঘা আঠালিয়া গ্রামের আহত নাজমুল হোসেনকে (২৫) সোমবার (২৭ অক্টোবর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
কুকুরের কামড়ে আহত দিঘা নওদাপাড়া গ্রামের নাজিমুদ্দিন (৫৬) বলেন, ‘গতকাল দুপুরে বাড়ির পাশে পথে দাঁড়িয়েছিলাম। হঠাৎ কুকুর কামড়ে দেয়। পরে ভ্যাকসিন নিয়েছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশাদুজ্জামন আসাদ বলেন, আহত কয়েকজন ব্যক্তির প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে শুনেছি। তবে অতি দ্রুত কুকুরটি আটক করতে পারলে ভালো হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বাঘা পৌরসভার প্রশাসক শাম্মী আক্তার বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকাসহ পৌরসভায় কুকুরের উপদ্রব বেড়েছে, তা জেনেছি। তবে হাইকোর্টে রিট থাকায় উপজেলা ও পৌরসভা কর্তৃক নিধন বা নিয়ন্ত্রণের সুযোগ নেই। এ বিষয়ে আইন মেনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রামের সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী তীর্থপীঠ চন্দ্রনাথ ধামকে ঘিরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলা। ইতিমধ্যে মেলাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মেলা আয়োজক কমিটি ও প্রশাসন। মেলা ও তীর্থ কমিটির পৃথক পৃথক কর্মসূচির পাশাপাশি মেলার আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান
১৭ ফেব্রুয়ারি ২০২৩
ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বেয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম চোকদারকে তাঁর মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার পোরাগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে নড়িয়া পৌর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
২৯ মিনিট আগে
মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী আঞ্চলিক সড়কে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মারওয়ান আলম (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। রোববার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারওয়ান বড়লেখা উপজেলার কাঁঠালতলী গ্রামের ফয়সল আহমদের ছেলে।
১ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাতপরিচয় (৭০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে নাটোর-পাবনা মহাসড়কের কয়েন ময়মনসিংহপাড়া কবরস্থানের পাশ থেকে এই লাশ উদ্ধার করা হয়। লাশের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী।
১ ঘণ্টা আগেবড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাতপরিচয় (৭০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে নাটোর-পাবনা মহাসড়কের কয়েন ময়মনসিংহ পাড়া কবরস্থানের পাশ থেকে এই লাশ উদ্ধার করা হয়। লাশের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নাটোর-পাবনা মহাসড়কের কয়েন ময়মনসিংহপাড়া এলাকায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠায়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি একজন মানসিক প্রতিবন্ধী। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। আইনানুগ ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে।

নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাতপরিচয় (৭০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে নাটোর-পাবনা মহাসড়কের কয়েন ময়মনসিংহ পাড়া কবরস্থানের পাশ থেকে এই লাশ উদ্ধার করা হয়। লাশের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নাটোর-পাবনা মহাসড়কের কয়েন ময়মনসিংহপাড়া এলাকায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠায়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি একজন মানসিক প্রতিবন্ধী। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। আইনানুগ ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী তীর্থপীঠ চন্দ্রনাথ ধামকে ঘিরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলা। ইতিমধ্যে মেলাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মেলা আয়োজক কমিটি ও প্রশাসন। মেলা ও তীর্থ কমিটির পৃথক পৃথক কর্মসূচির পাশাপাশি মেলার আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান
১৭ ফেব্রুয়ারি ২০২৩
ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বেয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম চোকদারকে তাঁর মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার পোরাগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে নড়িয়া পৌর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
২৯ মিনিট আগে
মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী আঞ্চলিক সড়কে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মারওয়ান আলম (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। রোববার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারওয়ান বড়লেখা উপজেলার কাঁঠালতলী গ্রামের ফয়সল আহমদের ছেলে।
১ ঘণ্টা আগে
রাজশাহীর বাঘায় বেওয়ারিশ পাগলা কুকুরের উপদ্রব বেড়েই চলছে। ঘুরে বেড়ানো এক কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন পথচারী আহত হয়েছে। গতকাল রোববার (২৬ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা নওদাপাড়া, পুকুরপাড়া, আঠালিয়াপাড়া, অমরপুরসহ লালপুর উপজেলার সাধুপাড়া, ধরবিলা...
১ ঘণ্টা আগে