Ajker Patrika

অ্যাম্বুলেন্স থেকে ৭৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
Thumbnail image

চট্টগ্রামের জোরারগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে ৭৫ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ শুক্রবার বেলা ১১টায় মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্স, উদ্ধার মাদকসহ দুজনকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—ফটিকছড়ির উপজেলার বাসিন্দা নাঈম (১৯) ও চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হোসেন আলী (২৬)।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, অ্যাম্বুলেন্সে গাঁজা নিয়ে বিক্রির জন্য ফেনী জেলার ছাগলনাইয়া থেকে চট্টগ্রামে নিয়ে আসার খবর পায় র‍্যাব। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট-খাগড়াছড়ি মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে। এ সময় অ্যাম্বুলেন্স থেকে ৭৫ কেজি গাঁজাসহ নাঈম ও হোসেনকে আটক করে।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা মাদক বিক্রির কথা স্বীকার করে। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক দাম ১১ লাখ টাকা।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদ হোসেন বলেন, অ্যাম্বুলেন্সসহ গ্রেপ্তারদের থানায় হস্তান্তর করেছে র‍্যাব। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত