Ajker Patrika

চট্টগ্রামে দুদকের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১০: ১৬
চট্টগ্রামে দুদকের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কারাগারে গেলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন (৩৬)।

আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মুন্সী আব্দুল মজিদের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালতের বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুদকের পিপি অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন। 

আদালত সূত্রে জানা গেছে, ওই ইউপি চেয়ারম্যান নোটিশ পাওয়ার পরও নির্ধারিত সময়ে নিজের সম্পদ বিবরণী জমা দেননি। এ কারণে দুদক মামলা করে। ওই মামলায় তিনি আদালতে হাজির হলে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন মামলাটি করেছিলেন।

আমজাদ হোসেন খোকন কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী শামলাপুর পুরানপাড়ার বাসিন্দা। 

২০২০ সালের ২০ সেপ্টেম্বর আমজাদ হোসেন খোকন ও তাঁর স্ত্রীর সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ দেয় দুদক। ২২ সেপ্টেম্বর দুদকের নোটিশ গ্রহণ করেন তিনি। নোটিশ গ্রহণ করেও ২১ দিনের মধ্যে সম্পদ বিবরণী জমা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বাদী হয়ে মামলা করেন। মামলায় ২০০৪ সালের দুদক আইনের ২৬ (২) ধারায় অভিযোগ আনা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত