Ajker Patrika

আমবাগান নষ্ট করার হাতির বিরুদ্ধে থানায় জিডি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আমবাগান নষ্ট করার হাতির বিরুদ্ধে থানায় জিডি

আমবাগান নষ্ট করার দায়ে বন্য হাতির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এক বাগান মালিক। তিনি একজন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক। তাঁর নাম অনন্ত মারমা চৌধুরী। আজ শুক্রবার দুপুরে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় তিনি এ জিডি করেন।

এ বিষয়ে অনন্ত চৌধুরী জানান, উপজেলার সরফভাটা ইউনিয়নের বড়খোলা পাড়ায় ২০ একর জমিতে রাঙ্গু, ফজলি, সোনালিসহ বিভিন্ন জাতের আমবাগান করেছেন তিনি। বাগানে ফলন ভালো হয়েছে। আমও পাকতে শুরু করেছে। আমগুলো বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বাগানে তাণ্ডব চালায় বন্য হাতির পাল। দুই দিন ধরে রাতে হাতির পাল পাহাড় থেকে নেমে এসে গাছ উপড়ে ফেলছে এবং আম খেয়ে সাবাড় করেছে। বন্য হাতির তাণ্ডবে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। বন্য হাতির অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি জিডি করেছেন।

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) রুপন বড়ুয়া বলেন, ‘হাতির তাণ্ডবে আমবাগান নষ্ট হওয়ার ঘটনায় থানায় জিডি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত