Ajker Patrika

হটলাইনে অভিযোগ পেয়ে সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ২০: ৩২
হটলাইনে অভিযোগ পেয়ে সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

হটলাইনে জালিয়াতির অভিযোগ পেয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত নিজেই আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কার্যালয়ে দুদকের অভিযান।দুদক সূত্র জানায়, দুদকের ১০৬ হটলাইন নম্বরে অভিযোগ পেয়ে এই অভিযান চালানো হয়। অভিযোগ ছিল ভবনের নকশা অনুমোদনের ফরমে ব্যাংকের সিল-স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ করা হচ্ছে। এ সময় দুদক কর্মকর্তারা প্রতিষ্ঠানের ভবনের নকশা অনুমোদনের দুই বছরের নথিপত্র পর্যালোচনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত