Ajker Patrika

রাউজানে বাস ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজানে বাস ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত 

চট্টগ্রামের রাউজানে বাস ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এত তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল আরোহী এক কিশোর। 

আজ রোববার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের রাউজান বাগোয়ান ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নুর জাহান পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম শেখ ইমন (২২)। উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মগদাই দক্ষিণ কুল শেখ মনসুর আলীর বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি করপোরেশন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। দুর্ঘটনায় একই বাড়ির মোহাম্মদ মুছার ছেলে সামির (১৬) আহত হয়। 

পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য উদয় দত্ত অর্ক ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে হানিফ পরিবহনের একটি বাসকে ওভারটেক করতে গিয়ে দুই আরোহীসহ মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। এ সময় স্থানীয়রা শেখ ইমন ও মোহাম্মদ সামিরকে উদ্ধার করে নোয়াপাড়া পথেরহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক শেখ ইমনকে মৃত ঘোষণা করেন। আহত সামিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। 

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ি ও পূর্ব গুজরা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস ও মোটরসাইকেল তাদের হেফাজতে নিয়ে যায়। পূর্ব গুজরা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আরিফ মাহমুদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত