Ajker Patrika

প্রবল বর্ষণে নদীতে ঢল, হালদায় ডিম ছেড়েছে মা মাছ

হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি
হালদায় ডিম ছেড়েছে মা মাছ। ছবি: আজকের পত্রিকা
হালদায় ডিম ছেড়েছে মা মাছ। ছবি: আজকের পত্রিকা

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ডিম ছাড়ছে মা মাছ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে হালদা নদীতে মা মাছ ডিম ছাড়তে শুরু করে। এ তথ্য নিশ্চিত করেছেন হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া।

এরই মধ্যে হালদা নদীর হাটহাজারী ও রাউজান উপজেলা অংশে ডিম সংগ্রহের উৎসব শুরু হয়েছে। শত শত নৌকা নিয়ে ডিম সংগ্রহকারীরা ডিম আহরণ করছেন। নদীর দুই তীরে মানুষের উপস্থিতি বাড়ছে। সাধারণত মৌসুমের অমাবস্যা ও পূর্ণিমা রাতে বজ্রসহ বৃষ্টির কারণে নদীতে ঢলের প্রকোপ বৃদ্ধি পায়, আর এতে মা মাছ ডিম ছাড়তে শুরু করে।

শুক্রবার ভোর থেকে হালদা নদীতে মাছের ডিম সংগ্রহ করছেন স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা
শুক্রবার ভোর থেকে হালদা নদীতে মাছের ডিম সংগ্রহ করছেন স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

প্রবীণ ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর আজ শুক্রবার ভোর ৪টায় জানান, হালদায় মা মাছ ডিম ছেড়েছে। তিনি নৌকা নিয়ে নদীতে আছেন। ডিম সংগ্রহ করছেন। প্রচুর ডিম পাচ্ছেন।

হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া বলেন, হালদা নদীতে মা মাছ ডিম ছেড়েছে। তিনি নদীতে আছেন। হাটহাজারী ও রাউজান উপজেলার ডিম সংগ্রহকারীরা নৌকা নিয়ে নদীতে ডিম সংগ্রহ করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত