কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীতে আগুনে ছয়টি বসতঘর পুড়ে দগ্ধ হয়েছেন নারীসহ তিনজন। গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার শিকলবাহা ৪ নম্বর ওয়ার্ডের শাহ অহিদিয়াপাড়ার মৌলানা হাসেমের বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
আগুনে দগ্ধরা হলেন—ওই এলাকার মো. ইব্রাহিম (৫০), মো. শফিক (৪৭) ও তাঁদের মা লায়লা বেগম (৭০)। তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে লায়লা বেগম বাড়িতে ফিরলেও তাঁর দুই ছেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রাত ৩টার দিকে ওই এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে মো. ইব্রাহিম, শফিক, মো. ইসহাক, মো. শুক্কুর, মনা মিয়া ও কালামের ঘর পুড়ে যায়। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগুনে তাঁদের ৩৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত আহত মো. শফিক বলেন, রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিল। আগুনের তাপে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই দেখি ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। আমরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। তখন পাশের গোয়ালঘর থেকে গরু বের করতে গিয়ে আমি ও ভাই ইব্রাহিমের শরীরের কয়েকটি স্থান পুড়ে যায়।
কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইদুজ্জামান বলেন, খবর পেয়ে পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ ঘটনায় নারীসহ তিনজন দগ্ধ হন। আগুনে ৩৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, আগুনে নগদ টাকা পুড়ে গেছে। ঘটনাস্থলে যাওয়ার রাস্তাগুলো ছোট হওয়ায় গাড়ি ঢোকাও মুশকিল।
চট্টগ্রামের কর্ণফুলীতে আগুনে ছয়টি বসতঘর পুড়ে দগ্ধ হয়েছেন নারীসহ তিনজন। গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার শিকলবাহা ৪ নম্বর ওয়ার্ডের শাহ অহিদিয়াপাড়ার মৌলানা হাসেমের বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
আগুনে দগ্ধরা হলেন—ওই এলাকার মো. ইব্রাহিম (৫০), মো. শফিক (৪৭) ও তাঁদের মা লায়লা বেগম (৭০)। তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে লায়লা বেগম বাড়িতে ফিরলেও তাঁর দুই ছেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রাত ৩টার দিকে ওই এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে মো. ইব্রাহিম, শফিক, মো. ইসহাক, মো. শুক্কুর, মনা মিয়া ও কালামের ঘর পুড়ে যায়। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগুনে তাঁদের ৩৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত আহত মো. শফিক বলেন, রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিল। আগুনের তাপে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই দেখি ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। আমরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। তখন পাশের গোয়ালঘর থেকে গরু বের করতে গিয়ে আমি ও ভাই ইব্রাহিমের শরীরের কয়েকটি স্থান পুড়ে যায়।
কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইদুজ্জামান বলেন, খবর পেয়ে পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ ঘটনায় নারীসহ তিনজন দগ্ধ হন। আগুনে ৩৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, আগুনে নগদ টাকা পুড়ে গেছে। ঘটনাস্থলে যাওয়ার রাস্তাগুলো ছোট হওয়ায় গাড়ি ঢোকাও মুশকিল।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের মরদেহ কুমিল্লার হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ সোমবার মাগরিবের পর দ্বিতীয় জানাজা শেষে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে জুবায়েদের মরদেহ গ্রামের বাড়ি কৃষ্ণপুরে নিয়ে...
১৯ মিনিট আগেঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সড়কের পাশে যুবদলের স্থাপিত একটি তোরণ ভেঙে পড়েছে বিআরটিসির যাত্রীবাহী বাসের সামনে। এতে মুহূর্তেই যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কদমতলী গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগেসিরাজগঞ্জের সলঙ্গায় নবজাতক চুরির দায়ে আলপনা খাতুন নামের এক নারীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৩৩ মিনিট আগেগণতন্ত্রে বিশ্বাসীরা কখনো অন্য দলের রাজনীতি নিষিদ্ধের কথা বলতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ সোমবার সাতক্ষীরার তালা ফুটবল মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।
৪১ মিনিট আগে