Ajker Patrika

চার দফা দাবিতে বৃহত্তর চট্টগ্রামে ২০ জুলাই পণ্যবাহী ও গণপরিবহন ধর্মঘটের ডাক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চার দফা দাবিতে আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ‘বৃহত্তর চট্টগ্রাম পণ্য ও গণপরিবহন মালিক ফেডারেশন’। ছবি: আজকের পত্রিকা
চার দফা দাবিতে আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ‘বৃহত্তর চট্টগ্রাম পণ্য ও গণপরিবহন মালিক ফেডারেশন’। ছবি: আজকের পত্রিকা

সড়ক আইন সংশোধনসহ চার দফা দাবিতে ২০ জুলাই মহানগরীসহ বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলায় সব ধরনের পণ্যবাহী ও গণপরিবহন চলাচল ২৪ ঘণ্টা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় ‘বৃহত্তর চট্টগ্রাম পণ্য ও গণপরিবহন মালিক ফেডারেশন’।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্যসচিব মো. হুমায়ুন কবির সোহেল ২০ জুলাই ভোর ৬টা থেকে পর দিন ভোর ৬টা পর্যন্ত সর্বাত্মক ধর্মঘট পালনের জন্য পণ্য পরিবহনকারী সব যানবাহন ও গণপরিবহনের মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

হুমায়ুন কবির সোহেল বলেন, মহানগরীসহ চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সব রুট ২৪ ঘণ্টার ধর্মঘটের আওতায় থাকবে।

সংগঠনের সদস্যসচিব আরও বলেন, ‘পরিবহন খাতের নানা সমস্যা নিয়ে আমরা গত ৩০ জুন সংবাদ সম্মেলন করেছিলাম। এই খাতের তিনটি সংগঠন এরই মধ্যে সড়ক পরিবহন ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে সেগুলো তুলে ধরেছে। কিন্তু এরপরও আমাদের সমস্যা নিরসনে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে পরিবহনব্যবসা একটি লোকসানি খাতে পরিণত হয়েছে। আবার সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারা-উপধারা মালিক-শ্রমিকদের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।’

সংগঠনের চার দফা দাবির মধ্যে রয়েছে—২০১৮ সালের সড়ক পরিবহন আইনের মালিক ও শ্রমিক স্বার্থবিরোধী সব ধারা পরিবর্তন ও সংশোধন, যানবাহনের ‘ইকোনমিক লাইফ’-সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত করা, গাড়ির ফিটনেস সনদ বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়ে পরিবহন খাতকে জিম্মি করতে না দেওয়া এবং বাণিজ্যিক মোটরযানের বর্ধিত অগ্রিম আয়কর আগের মতো বহাল রাখা।

সংবাদ সম্মেলনে বৃহত্তর চট্টগ্রাম পণ্য ও গণপরিবহন মালিক ফেডারেশনের আহ্বায়ক মোরশেদুল আলম কাদেরী, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের মৃণাল চৌধুরী, মো. মুছা, অলি আহম্মদ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

বিধি লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা

বিমানবন্দর থেকেই ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত