Ajker Patrika

নৌকার ফজিলত আল্লাহ কোরআনে বলেছেন: আবু রেজা নদভী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১৮: ০৭
নৌকার ফজিলত আল্লাহ কোরআনে বলেছেন: আবু রেজা নদভী

নৌকার কথা পবিত্র কোরআনে আছে। এ জন্য নৌকার বিরুদ্ধে কোনো কথা বলতে বারণ করেছেন চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী। গত বুধবার (৮ নভেম্বর) লোহাগাড়া উপজেলায় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

২০ মিনিটের বক্তব্যের শেষ দুই মিনিটের ওই বক্তব্যটি আজ মঙ্গলবার ফেসবুকে ছড়িয়ে পড়ে। গত ৮ নভেম্বর নদভী নিজের ফেসবুক পেজে ২০ মিনিটের বক্তব্যটি শেয়ার করেন।

ওই বক্তব্যে নদভী আরও বলেন, নৌকার ফজিলত আল্লাহ কোরআন শরিফে বলেছেন। হজরত নুহ (আ.)-এর সময় একটি বড় দুর্যোগ হয়। ওই সময় আল্লাহ তাআলা নুহ (আ.)-কে বড় একটি নৌকা বানাতে বলেন। নৌকা বানানোর পর ওই নৌকায় সবাই উঠে যায়। ফলে সবাই বেঁচে যায়।

আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, ‘সুতরাং নৌকা মানুষকে আশ্রয় দেয়। নৌকা শান্তির জায়গায় নিয়ে যায়। নৌকা মানুষকে বাঁচায়, আল্লাহর হুকুমে। সুতরাং নৌকার যেহেতু এই ফজিলত, আপনারা নৌকার বিরুদ্ধে কোনো কথা বলবেন না। স্পেশালভাবে নৌকার বিষয়ে কোরআনে বলা হয়েছে। অন্য মার্কার বিষয়ে কোরআনে কিছু বলা হয়নি। এ জন্য সবাই নৌকা মার্কায় ভোট দেবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত