Ajker Patrika

ওয়াসার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ ৪ জনের বিরুদ্ধে হাইকোর্ট রুল জারি

নিজস্ব প্রতিবেদক
ওয়াসার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ ৪ জনের বিরুদ্ধে হাইকোর্ট রুল জারি

চট্টগ্রাম: জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ১৯ ফোরম্যানকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়ায় হাইকোর্ট চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ চারজনেকে চার সপ্তাহের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার বিচারপতি মামনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের বেঞ্চ এ নির্দেশ দেন।

দরখাস্তকারীর অ্যাডভোকেট পারভেজ তালুকদার আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম ওয়াসার ওভারশিয়র আবদুর রহিম, মোজাফ্ফর আহমেদ, আশিষ চৌধুরী ও ত্রিদিব চৌধুরীর সুযোগ-সুবিধা ও পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়। এ ঘটনায় তাঁরা উচ্চ আদালতে ওয়াসার বিরুদ্ধে ২০০৮ সালে রিট (৯১৮০/২০০৮) পিটিশন দাখিল করেন। ২০১২ সালের ২৫ জুন রিট নিষ্পত্তি হয়। আদেশে ৪ ওভারশিয়রকে জ্যেষ্ঠতার ভিত্তিতে সব সুযোগ-সুবিধা ও পদোন্নতি দিতে বলা হয়। কিন্তু এ চারজনকে পদোন্নতি না দিয়ে ২০১৪ সালের ১৮ জুলাই ওয়াসার ১৯৪তম সভায় ১৯ জনকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি দেয়।

অ্যাডভোকেট পারভেজ আরও বলেন, পদোন্নতি প্রাপ্ত ১৯ জন ফোরম্যান হিসাবে ১৯৮৮ সালে যোগ দেন। অপরদিকে, ডিপ্লোমা ডিগ্রি নেওয়া ওই চারজন ওভারশিয়র হিসাবে যোগ দেন ১৯৮৮ সালে। কিন্তু এঁদের অন্যায়ভাবে ওয়াসা পদোন্নতি থেকে বঞ্চিত করে। ১৯ জনকে আদালতের আদেশ অমান্য করে পদোন্নতি দেওয়ায় চলতি বছরের ফেব্রুয়ারিতে চার ওভারশিয়র আদালত অবমাননার দরখাস্ত দাখিল করেন। পরে আজ সোমবার উচ্চ আদালত ওয়াসার চেয়ারম্যান, এমডিসহ চারজনের বিরুদ্ধে রুল জারি করেন। আদালত তাঁদেরকে চার সপ্তাহের মধ্যে উচ্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে এ সম্পর্কে জানতে মুঠোফোনে কল করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত