কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় বল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মরিয়ম বেগম বদনীর নির্বাচনী প্রচারণায় গাড়ি ভাঙচুর ও চালককে মারধরের অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে আনোয়ারা উপজেলা নির্বাচনী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন প্রার্থী মরিয়ম বেগম।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রার্থী মরিয়ম বেগম কলসি প্রতীকের প্রার্থী পারভীন আকতারের সমর্থকদের দায়ী করে বলেন, ‘গতকাল মঙ্গলবার রাতে বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় নির্বাচনী প্রচারণা করতে গেলে কলসি প্রতীকের স্লোগান নিয়ে এসে আমার গাড়িতে হামলা করে। গাড়ি ভাঙচুরসহ আমার ড্রাইভার মোহাম্মদ হারুনকে মারধর করে তারা। এ সময় এলাকার লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে আমার সমর্থকেরা কলসি প্রতীকের প্রার্থী পারভীন হাবিরের এলাকায় পোস্টার লাগাতে গেলে তারা বাধা দেয়। এ ছাড়াও আমার লোকজনকে তারা প্রচারণায় ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। এসব বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগ দিয়েছি।’
তবে জানতে চাইলে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পারভীন আকতার বলেন, ‘গতকাল আমি শহরে ছিলাম। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে আমার জানা নেই। তবে আমার এলাকায় যখন ঘটনা দোষটা আমার ওপর আসবে। সত্যি দুঃখজনক ঘটনা এটি। কোনো প্রার্থীই এরকম ঘটনা কখনো কাম্য করে না।’
আনোয়ারা উপজেলা নির্বাচনী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু জাফর ছালেহ বলেন, ‘নির্বাচনী প্রচারণায় গাড়ি ভাঙচুর ও চালককে মারধরের ঘটনায় একটি অভিযোগ করেছেন প্রার্থী। অভিযোগটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রামের আনোয়ারায় বল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মরিয়ম বেগম বদনীর নির্বাচনী প্রচারণায় গাড়ি ভাঙচুর ও চালককে মারধরের অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে আনোয়ারা উপজেলা নির্বাচনী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন প্রার্থী মরিয়ম বেগম।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রার্থী মরিয়ম বেগম কলসি প্রতীকের প্রার্থী পারভীন আকতারের সমর্থকদের দায়ী করে বলেন, ‘গতকাল মঙ্গলবার রাতে বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় নির্বাচনী প্রচারণা করতে গেলে কলসি প্রতীকের স্লোগান নিয়ে এসে আমার গাড়িতে হামলা করে। গাড়ি ভাঙচুরসহ আমার ড্রাইভার মোহাম্মদ হারুনকে মারধর করে তারা। এ সময় এলাকার লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে আমার সমর্থকেরা কলসি প্রতীকের প্রার্থী পারভীন হাবিরের এলাকায় পোস্টার লাগাতে গেলে তারা বাধা দেয়। এ ছাড়াও আমার লোকজনকে তারা প্রচারণায় ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। এসব বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগ দিয়েছি।’
তবে জানতে চাইলে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পারভীন আকতার বলেন, ‘গতকাল আমি শহরে ছিলাম। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে আমার জানা নেই। তবে আমার এলাকায় যখন ঘটনা দোষটা আমার ওপর আসবে। সত্যি দুঃখজনক ঘটনা এটি। কোনো প্রার্থীই এরকম ঘটনা কখনো কাম্য করে না।’
আনোয়ারা উপজেলা নির্বাচনী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু জাফর ছালেহ বলেন, ‘নির্বাচনী প্রচারণায় গাড়ি ভাঙচুর ও চালককে মারধরের ঘটনায় একটি অভিযোগ করেছেন প্রার্থী। অভিযোগটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাসেবা চলছে পরিত্যক্তঘোষিত এক ভবনে। সেখানে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জানা গেছে, ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি ভবনটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেটিতে এখনো রোগী ভর্তি ও চিকিৎসা কার্যক্রম চলছে।
৪ মিনিট আগেময়মনসিংহের গৌরীপুর এবং কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার মোট ১৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। পাশাপাশি অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদও শূন্য। অবসর, মৃত্যু ও মামলার কারণে এই পদগুলো শূন্য হয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। এতে জোড়াতালি দিয়ে কোনোরকমে...
১১ মিনিট আগেজামালপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আবিদ হাসান (২৮) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ জুলাই) বিকেলে সদর উপজেলার নরুন্দির আড়ালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। উপজেলার নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক সাইদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগেরাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার, ছাত্রত্ব ও সনদপত্র বাতিল করেছে কর্তৃপক্ষ। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন বিশ্বজিৎ শীল, সাইদুজ্জামান পাপ্পু, জাহাঙ্গীর আলম অপু, মহিউদ্দিন মুন্না, হাসু দেওয়ান, আকিব মাহমুদ, আবির, অন্তু কান্তি দে, জাকির...
২ ঘণ্টা আগে