Ajker Patrika

চমেকে চিকিৎসাধীন অবস্থায় দুই কারাবন্দীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চমেকে চিকিৎসাধীন অবস্থায় দুই কারাবন্দীর মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস শুক্কুর (৬০) ও রফিকুল ইসলাম (৭৩) নামের দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। আজ সোমবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. এমরান হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করেন।  

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, আব্দুস শুক্কুর নগরের চান্দগাঁও থানার দক্ষিণ মোহরার এবং রফিকুল ইসলাম রফিক হালিশহর থানার ছোটপুল এলাকার বাসিন্দা। গতকাল রোববার রাত ১টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের আব্দুস শুক্কুর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা হাসপাতালের সহকারী সার্জনের পরামর্শে উন্নত চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত ১টা ৩০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি চান্দগাঁও থানার একটি মাদক মামলায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত ছিলেন। ২০২১ সালের ১৭ অক্টোবর তাঁকে চট্টগ্রাম কারাগারে পাঠান আদালত। 

অপরদিকে গত শনিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী রফিকুল ইসলাম অসুস্থ হয়ে পড়ে। পরে ওই দিন রাতে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মেডিসিন বিভাগে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার বিকেলে তাঁর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত