Ajker Patrika

‘ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’ সংবাদ মিথ্যা বলে দাবি সিএমপির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০১ জুন ২০২৩, ০১: ০০
‘ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’ সংবাদ মিথ্যা বলে দাবি সিএমপির

‘ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’ সংবাদ মিথ্যা বলে দাবি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরীর দামপাড়ায় সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন।

টাকার প্রসঙ্গে আ স ম মাহতাব উদ্দিন বলেন, প্রকাশিত সংবাদে ওসির বরাত দিয়ে টাকার কথা বলা হয়েছে। এখন এই টাকার কথা ওসি কাকে বলেছেন? তার প্রমাণ বা ডকুমেন্ট কোথাও নেই। প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে আঙুল তোলা সমীচীন নয়। কারণ, প্রমাণ ছাড়া অভিযোগের ভিত্তি থাকে না।

এমন অভিযোগ কেন উঠল, তার ব্যাখ্যা দিয়ে আ স ম মাহতাব উদ্দিন বলেন, চান্দগাঁও থানার মোহরা এলাকায় একটি পারিবারিক সম্পত্তিকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনার পর ভুক্তভোগীরা মামলা করেন। পরে পুলিশ তদন্ত করে দুই আসামিকে গ্রেপ্তার করে। সেই মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা জামিনে বের হয়ে স্থানীয় কয়েকজন রাজনৈতিক ব্যক্তির মাধ্যমে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ দেন থানায়। অভিযোগ না করে পাল্টা মামলা করার পরামর্শ দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। কিন্তু তাঁরা মামলা না করে ওসি ও মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়ে বেড়াচ্ছেন।

এমনকি ভুল তথ্য তাঁরা বিভিন্ন সংবাদমাধ্যমে পাঠাচ্ছেন বলে দাবি করেন তিনি। তিনি সাংবাদিকদের আহ্বান জানান এ ঘটনা সরেজমিনে অনুসন্ধান করে পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিএমপির উপকমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত উপকমিশনার (উত্তর) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা, অতিরিক্ত উপকমিশনার (অপারেশন) পংকজ দেবনাথ, সহকারী কমিশনার (পাঁচলাইশ) বিল্লাল হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত