Ajker Patrika

নাইক্ষ্যংছড়িতে শিক্ষকের করোনা, বিদ্যালয়টি এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা

নাইক্ষ‍্যংছড়ি প্রতিনিধি
নাইক্ষ্যংছড়িতে শিক্ষকের করোনা, বিদ্যালয়টি এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সহকারী শিক্ষকের করোনা শনাক্ত হওয়ায় তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। গত রোববার বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের এ বিদ্যালয়টি বন্ধ করা হয়েছে। 

জানা যায়, এ স্কুলে ১০ জন শিক্ষক ও সাড়ে ৪০০ শিক্ষার্থী রয়েছে। এদের মধ্যে সহকারী শিক্ষক ফাতেমা-তুজ-জোহরার করোনা শনাক্ত হয়েছে। এরপরই বিদ্যালয়টি এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা সুস্থ রয়েছেন। 

এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে বলেন, ‘করোনাভাইরাসের প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় প্রথমে দুই শিক্ষক তাঁদের নমুনা পরীক্ষা করান। এর মধ্যে একজনের করোনা শনাক্ত হয়। অপর জনের নেগেটিভ।’ 

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস বলেন, সহকারী শিক্ষক ফাতেমা-তুজ-জোহরার করোনা আক্রান্ত। বর্তমানে তিনি নিজের বাড়িতে আইসোলেশন রয়েছেন। শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের করোনা ঝুঁকি এড়াতে বিদ্যালয়টি বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বিদ্যালয়টি খুলে দেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত