Ajker Patrika

করোনার টিকা নিলেন হেফাজত আমির জুনায়েদ বাবুনগরী

প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)
করোনার টিকা নিলেন হেফাজত আমির জুনায়েদ বাবুনগরী

হেফাজতে ইসলাম বাংলাদেশ আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী কোভিড টিকা নিয়েছেন। রোববার (৮ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে সশরীরে উপস্থিত হয়ে গাড়িতে বসেই তিনি টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। 

টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. আবু সৈয়দ মো. ইমতিয়াজ হোসাইন। 

টিকা গ্রহণের পর বাবুনগরী উপস্থিত সাংবাদিকদের বলেন, আলেম সমাজের মধ্যে করোনার ভ্যাকসিন গ্রহণের বিষয়ে অমূলক ভীতি ও দ্বিধা বিদ্যমান রয়েছে। কিন্তু এটি একটি সংক্রামক ভাইরাস। বিষয়টি নিয়ে ভীত হওয়া যাবে না। এই মহামারি থেকে রক্ষায় এবং সবার ভীতি দূর করতেই হেফাজতের আমির ভ্যাকসিন গ্রহণ করেছেন। 

এছাড়া তিনি আরও বলেন, টিকাকে শরীয়তের দৃষ্টিতে হারাম বা নাজায়েজ বলা যাবে না। চিকিৎসা জায়েজ। চিকিৎসাবিধি মেনে চলতে হবে। করোনার টিকা নিয়েছি, কোনো সমস্যা হয়নি। 

এর আগে গত ১৪ জুলাই বাবুনগরী টিকার জন্য নিবন্ধন করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত