Ajker Patrika

তেলবাহী জাহাজে আগুন: নিহত বেড়ে ৩, তদন্তে কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২২: ৪৩
তেলবাহী জাহাজে আগুন: নিহত বেড়ে ৩, তদন্তে কমিটি

চট্টগ্রাম বন্দরের জেটিতে নোঙর করে রাখা রাষ্ট্রায়ত্ত ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় মোট তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কারণ অনুসন্ধানে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

এর আগে আজ সোমবার বেলা ১১টার দিকে ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে ‘বাংলার জ্যোতি’ জাহাজে এ ঘটনা ঘটে। ১০ হাজার টন অপরিশোধিত তেল ছিল ওই ট্যাংকারে।

নিহতরা হলেন নুর ইসলাম, মোহাম্মদ হারুন ও ডেক ক্যাডেট সৌরভ কুমার সাহা। তাঁদের মধ্যে সৌরভের ঝলসানো মরদেহ পাইপের সঙ্গে ঝুলে ছিল। বিস্ফোরণে ছিন্নভিন্ন অন্যদের দেহাংশও পাওয়া গেছে ঘটনাস্থলের আশপাশে।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) অগ্নিকাণ্ডের কারণ হিসেবে গ্যাস লিকেজের কথা বললেও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের তরফে এখনো কোনো কারণ জানানো হয়নি।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, চট্টগ্রাম বন্দর, টানেল কর্তৃপক্ষ ও নৌবাহিনীর অগ্নিনির্বাপক বিভাগের ১০টি টাগবোট আগুন নেভাতে সহায়তা করেছে। সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপের কারণে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে।

বন্দর ও কয়েকটি সূত্রে জানা গেছে, বিস্ফোরিত ট্যাংকারটি বিএসসির মালিকানাধীন। এটি প্রায় ৩৭ বছরের পুরোনো। ১৯৮৭ সালে ডেনমার্ক থেকে ট্যাংকারটি কেনা হয়েছিল। ট্যাংকারটি সাগরে নোঙর করে রাখা বড় ট্যাংকার থেকে তেল পরিবহন করে জেটিতে নিয়ে আসে। এরপর ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, বেলা ১১টার দিকে আগুন লাগার সংবাদ পৌঁছার পর আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। বেলা পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিকেল ৪টার দিকে আগুন নেভানো সম্ভব হয়।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুততার সঙ্গে আশপাশের সব জাহাজ নিরাপদে সরিয়ে নেওয়া হয়। বন্দরের জেটিতে নোঙর থাকা বাকি সব অয়েল ট্যাংকারকে সতর্ক করা হয়। দ্রুত পদক্ষেপের কারণে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হয়নি।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আগামী সোমবারের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিপিসির করা অনুসন্ধান কমিটিতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শরিফ হাসনাতকে আহ্বায়ক ও সংস্থাটির উপমহাব্যবস্থাপক (প্ল্যানিং ও শিপিং) মো. মোস্তাফিজার রহমানকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক (কার্গো সুপারভিশন অ্যান্ড অপারেশন) ক্যাপ্টেন জামাল হোসেন তালুকদার, বিপিসির উপমহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) মো. জাহিদ হোসাইন, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের উপমহাব্যবস্থাপক (অপারেশন), পদ্মা অয়েল কোম্পানির উপমহাব্যবস্থাপক (অপারেশন) আসিফ মালিক ও যমুনা অয়েল কোম্পানির উপমহাব্যবস্থাপক (অপারেশন)। তাঁদের আগামী সোমবারের মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে বিপিসির চেয়ারম্যানের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ ছাড়া বিএসসির পক্ষ থেকে দুটি অভ্যন্তরীণ কমিটি করা হয়েছে। সার্বিক বিষয়ে আজ বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক। তিনি বলেন, ‘এ বিস্ফোরণটি আরও বড় হওয়ার আশঙ্কা ছিল। আমরা বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছি। ঘটনা খতিয়ে বিএসসির পক্ষ থেকে দুটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি করা হয়েছে।’ গ্যাস লিকেজ থেকেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলেও জানান তিনি। 

ঘটনাস্থলে যাওয়া নৌবাহিনীর এরিয়া কমান্ডার মাসুদ ইকবাল বলেন, যেখানে বিস্ফোরণ হয়েছে তাতে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারত। সবার সম্মিলিত প্রচেষ্টায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত