রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির বরকলে ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দেওয়ায় কম্বল বিতরণ না করার অভিযোগ করেছেন উপজেলা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা। এ বছর বরকল উপজেলা ৭ লাখ ৫১ হাজার ৪৮৪ টাকা বরাদ্দ পায়। কিন্তু এ টাকা দিয়ে কোনো কম্বল ক্রয় এবং বিতরণ করা হয়নি।
জনপ্রতিনিধিদের অভিযোগ, গত বছর ১৭ নভেম্বর ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের ১১ জেলার ১০৩টি উপজেলায় কম্বল/শীত বস্ত্র ক্রয়ের নিমিত্তে অর্থ বরাদ্দ দেয়। এ অনুযায়ী বরকল উপজেলা ৭ লাখ ৫১ হাজার ৪৮৪ টাকা বরাদ্দ পায়। এ টাকা দিয়ে কোনো কম্বল ক্রয় এবং বিতরণ করা হয়নি।
বরকল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা বলেন, উপজেলায় কম্বল বিতরণের জন্য ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর অর্থ বরাদ্দ দেয়। কিন্তু এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কখনো মাসিক সমন্বয় সভায় উপস্থাপন করেননি।
ভাইস চেয়ারম্যান শ্যামরতন চাকমা বলেন, শীতকাল চলে গিয়ে বসন্তকাল এসেছে। কিন্তু কম্বল বিতরণ করা হলো না। আমার জানা মতে, জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে দেওয়া কম্বলগুলো প্রতি ইউনিয়নে ৪৬০টি করে বিতরণ করা হয়। তবে ইউএনওর কাছে আসা বরাদ্দগুলো দিয়ে কম্বল কেনা এবং বিতরণ করা হয়নি।
ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ বলেন, আমি এ যাবৎ একবার কম্বল পেয়েছি। এরপর আর পাইনি।
সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা বলেন, আমার ইউনিয়নে একবার কম্বল এসেছে। ইউএনওর থেকে কম্বল পাওয়া যায়নি।
বরকল সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা বলেন, শীত গেল আমি এ পর্যন্ত একটি কম্বলও পাইনি।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রতিটি উপজেলায় দুটি করে বরাদ্দ দিয়েছে। প্রথম পর্যায়ে প্রতিটি ইউনিয়নে ৪৬০টি করে শুধু কম্বল দেওয়া হয়েছে। দ্বিতীয় বরাদ্দটি ইউএনওর মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এ অর্থ দিয়ে কম্বল কিনে বিতরণ করার নির্দেশনা দেওয়া হয়। বরাদ্দের টাকা দিয়ে কম্বল কেনা হয়েছে। এ কম্বলগুলো বিতরণ করা হয়েছে এ মর্মে প্রতিবেদনও উপজেলা থেকে জেলায় দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কাইয়ুম বলেন, বরাদ্দ পাওয়া টাকা দিয়ে কম্বল কেনা হয়েছে। এ গুলো ইউএনও স্যার নিজে বিতরণ করেছেন এবং এখনো বিতরণ চলছে। জনপ্রতিনিধিদের মাধ্যমে এ কম্বল বিতরণ করা হয়নি। সে জন্য হয়তো তাঁরা এ অভিযোগ করছেন। কম্বল না কেনার অভিযোগটি সত্য নয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুয়েল রানা অভিযোগ অস্বীকার করে বলেন, কোন কোন জনপ্রতিনিধি এ অভিযোগ দিয়েছে তাঁদের নামগুলো আমাকে বলেন। তাঁরা যে অভিযোগ দিয়েছেন এগুলো সত্য নয়। কম্বলগুলো প্রায় বিতরণ করা হয়ে গেছে। এখনো কিছু কম্বল রয়ে গেছে। এগুলো বিতরণ করা হবে।
রাঙামাটির বরকলে ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দেওয়ায় কম্বল বিতরণ না করার অভিযোগ করেছেন উপজেলা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা। এ বছর বরকল উপজেলা ৭ লাখ ৫১ হাজার ৪৮৪ টাকা বরাদ্দ পায়। কিন্তু এ টাকা দিয়ে কোনো কম্বল ক্রয় এবং বিতরণ করা হয়নি।
জনপ্রতিনিধিদের অভিযোগ, গত বছর ১৭ নভেম্বর ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের ১১ জেলার ১০৩টি উপজেলায় কম্বল/শীত বস্ত্র ক্রয়ের নিমিত্তে অর্থ বরাদ্দ দেয়। এ অনুযায়ী বরকল উপজেলা ৭ লাখ ৫১ হাজার ৪৮৪ টাকা বরাদ্দ পায়। এ টাকা দিয়ে কোনো কম্বল ক্রয় এবং বিতরণ করা হয়নি।
বরকল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা বলেন, উপজেলায় কম্বল বিতরণের জন্য ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর অর্থ বরাদ্দ দেয়। কিন্তু এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কখনো মাসিক সমন্বয় সভায় উপস্থাপন করেননি।
ভাইস চেয়ারম্যান শ্যামরতন চাকমা বলেন, শীতকাল চলে গিয়ে বসন্তকাল এসেছে। কিন্তু কম্বল বিতরণ করা হলো না। আমার জানা মতে, জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে দেওয়া কম্বলগুলো প্রতি ইউনিয়নে ৪৬০টি করে বিতরণ করা হয়। তবে ইউএনওর কাছে আসা বরাদ্দগুলো দিয়ে কম্বল কেনা এবং বিতরণ করা হয়নি।
ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ বলেন, আমি এ যাবৎ একবার কম্বল পেয়েছি। এরপর আর পাইনি।
সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা বলেন, আমার ইউনিয়নে একবার কম্বল এসেছে। ইউএনওর থেকে কম্বল পাওয়া যায়নি।
বরকল সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা বলেন, শীত গেল আমি এ পর্যন্ত একটি কম্বলও পাইনি।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রতিটি উপজেলায় দুটি করে বরাদ্দ দিয়েছে। প্রথম পর্যায়ে প্রতিটি ইউনিয়নে ৪৬০টি করে শুধু কম্বল দেওয়া হয়েছে। দ্বিতীয় বরাদ্দটি ইউএনওর মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এ অর্থ দিয়ে কম্বল কিনে বিতরণ করার নির্দেশনা দেওয়া হয়। বরাদ্দের টাকা দিয়ে কম্বল কেনা হয়েছে। এ কম্বলগুলো বিতরণ করা হয়েছে এ মর্মে প্রতিবেদনও উপজেলা থেকে জেলায় দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কাইয়ুম বলেন, বরাদ্দ পাওয়া টাকা দিয়ে কম্বল কেনা হয়েছে। এ গুলো ইউএনও স্যার নিজে বিতরণ করেছেন এবং এখনো বিতরণ চলছে। জনপ্রতিনিধিদের মাধ্যমে এ কম্বল বিতরণ করা হয়নি। সে জন্য হয়তো তাঁরা এ অভিযোগ করছেন। কম্বল না কেনার অভিযোগটি সত্য নয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুয়েল রানা অভিযোগ অস্বীকার করে বলেন, কোন কোন জনপ্রতিনিধি এ অভিযোগ দিয়েছে তাঁদের নামগুলো আমাকে বলেন। তাঁরা যে অভিযোগ দিয়েছেন এগুলো সত্য নয়। কম্বলগুলো প্রায় বিতরণ করা হয়ে গেছে। এখনো কিছু কম্বল রয়ে গেছে। এগুলো বিতরণ করা হবে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি আইসক্রিম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পাট বাজারের উদয় আইসক্রিম ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মাথাভাঙ্গা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাছে নির্মাণসামগ্রী রাখার ঘরে বোমা হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা এলাকায় এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগেআখেরি মোনাজাত উপলক্ষে শনিবার রাত ১২টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে আবদুল্লাহপুর, টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর-নবীনগর-চন্দ্রা মহাসড়কের আবদুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত সড়কে আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
১ ঘণ্টা আগেরাজধানীর যাত্রাবাড়ীতে দনিয়া কলেজের ছাত্র মিনহাজ হত্যার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন মাহফুজ সরকার ওরফে কিং মাহফুজ, জাহিদুল ভূঁইয়া শাওন, সাব্বির সরকার, আশিক ও সোহান মিয়া।
১ ঘণ্টা আগে