Ajker Patrika

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু

চট্টগ্রাম মহানগরীতে গাড়ির চাপায় বেণুরাম নাথ (৪০) নামে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং টিএসপি কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত বেণুরাম নাথ বাড়ি ফটিকছড়ি উপজেলায়। তিনি দামপাড়া পুলিশ লাইনে কর্মরত ছিলেন। 

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম বলেন, ‘সকালে টিএসপি কমপ্লেক্সের সামনে সড়কের পাশে একজনের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিহতের পরিচয় নিশ্চিত হই। তাঁর মাথায় গুরুতর জখম আছে। আমরা ধারণা করছি, লরি বা কাভার্ড ভ্যানের চাপায় তাঁর মৃত্যু হয়েছে।’ 

কবিরুল ইসলাম আরও বলেন, ‘মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনার জন্য দায়ী গাড়ি ও চালকে শনাক্তের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত