Ajker Patrika

সুপারিভর্তি ট্রাকে পাওয়া গেল ১৪ হাজার পিস ইয়াবা, গ্রেপ্তার ৩ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সুপারিভর্তি ট্রাকে পাওয়া গেল ১৪ হাজার পিস ইয়াবা, গ্রেপ্তার ৩ 

নগরীর বাকলিয়ায় সুপারিভর্তি একটি ট্রাক থেকে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটির পাশাপাশি একটি মোটরসাইকেল ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আজ শনিবার ভোরে বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ সংলগ্ন আল মদিনা নামে একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে বিপুল পরিমাণের এসব ইয়াবা জব্দ করা হয়।

পুলিশ জানায়, বাবুল কক্সবাজারের উখিয়ার ও রুবেল টেকনাফের বাসিন্দা। অন্যদিকে আজাদের নিজ বাড়ি সাতকানিয়া। তিনি নগরীর চান্দগাঁও থানাধীন মোহাম্মদপুর আবাসিকে বাছের কলোনী এলাকায় থাকেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, ইয়াবার একটি বড় চালান আসার খবর পেয়ে এলাকাটিতে পুলিশের নজরদারি বাড়ানো হয়। ভোর ৫টা নাগাদ পুলিশের একটি দল সুপারিভর্তি একটি ট্রাক তল্লাশি করে। ট্রাকটি টেকনাফ থেকে চট্টগ্রামের উদ্দেশে এসেছিল। এ সময় চালকের আসনের পেছনের একটি ব্যাগ থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।

এ সময় ট্রাকচালক মো. বাবুল (২৩) ও চালকের সহকারী রুবেল (১৯) নামে দুজনকে আটক করা হয়। একই সময় ইয়াবাগুলো নেওয়ার জন্য ঘটনাস্থলে মো. আজাদ (৩৩) নামে এক ব্যক্তি ঘটনাস্থলে পৌছান। পরে তাঁকেও আটক করা হয়।

ওসি বলেন, এই ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত