Ajker Patrika

জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, আহত নারীর মৃত্যু 

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৬: ৪৭
জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, আহত নারীর মৃত্যু 

কুমিল্লার চৌদ্দগ্রামে বাড়ির দুই শতক জায়গা নিয়ে বিরোধের জেরে আহত কুলসুমা বেগম (৫৫) মারা গেছেন। আজ রোববার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান তিনি। 

মৃত কুলসুমা বেগম পৌর এলাকার শ্রীপুর গ্রামের মজুমদারবাড়ির মরহুম আবদুল খালেকের স্ত্রী। 

জানা গেছে, দীর্ঘদিন ধরে কুলসুমা বেগমের সঙ্গে ভাশুর ধন মিয়া ও দেবর আরস মিয়ার বাড়ির জায়গাসংক্রান্ত বিরোধ চলছিল। গতকাল শনিবার সকাল ৭টার দিকে ধন মিয়া, আরস মিয়া, তাঁর ছেলে শাহিন ও সাইফুল মাটিতে ফেলে এলোপাতাড়ি কিলঘুষি মারেন কুলসুমা ও তাঁর মেয়ে নাজমা আক্তারকে। এ সময় তাঁদের ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে আহতাবস্থায় তাঁদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মেয়ে নাজমাকে হাসপাতালে ভর্তি রেখে বাড়িতে যান কুলসুমা বেগম। পরে আজ সকাল ১০টার দিকে আহত মেয়েকে হাসপাতালে দেখতে যান কুলসুমা বেগম। হঠাৎ করে সেখানে পড়ে যান তিনি। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবুল হাশেম তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে প্রতিবেশী আজাদ বলেন, ‘দীর্ঘদিন ধরে ধন মিয়া ও আরস মিয়া কুলসুমার ওপর নির্যাতন চালিয়ে আসছেন। বাড়ির সামান্য জায়গার লোভ সামলাতে না পেরে প্রায় সময় কুলসুমাকে মারধর করেন। মারধরে তাঁদের সঙ্গে ছেলেরাও যোগ দেন। অনেকবার তাঁদের নিষেধ করা সত্যেও তাঁরা কারও কথা কর্ণপাত করেন না।’ 

নিহত কুলসুমার বড় জামাতা মো. ভুট্টু বলেন, ‘আমার শাশুড়িকে প্রায়ই তাঁর ভাশুরেরা মারধর করতেন। কিছুদিন আগেও আমার শাশুড়িকে ভাশুর ধন মিয়া ও আরস মিয়া বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে এলোপাতাড়ি কিলঘুষি মারেন। আমরা একাধিকবার সালিস ডাকলেও তাঁরা কাউকে পাত্তা দেন না।’ 

কুলসুমা বেগমের ছেলে মো. সোহেল বলেন, ‘আমার জেঠা ধন মিয়া স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে বাড়ির জন্য জায়গা কেনেন। কিন্তু আরস মিয়া ও ধন মিয়া আমাদের কাছে জায়গা পাবেন বলে বিরোধ সৃষ্টি করেন। মাত্র দুই শতক জায়গা নিজেদের দাবি করে তাঁরা আমার মাকে মারধর করেন। তাঁদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা প্রায়ই সালিস ডাকতাম। কিন্তু তাঁরা প্রভাবশালী হওয়ায় কেউ বিচার করতে আসত না।’ 

এ নিয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, কুলসুমার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত