Ajker Patrika

চট্টগ্রামে মিনিবাস উল্টে খতিব নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১০: ০৭
Thumbnail image

চট্টগ্রামের শাহ আমানত সেতুতে (নতুন ব্রিজে) নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস উল্টে একজন নিহত হয়েছেন। শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। বাকলিয়া থানার এসআই আব্দুলাহ আল ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের নাম সাইফুদ্দিন খালেদ (৪৫)। তিনি পটিয়ার বৈলতলী সড়কের হাজী আবদুস ছাত্তার জামে মসজিদের খতিব ছিলেন।

নিহত সাইফুদ্দিন খালেদের প্রতিবেশি ইমরুল কায়েস বলেন, তাঁর বাড়ি বাঁশখালী গণ্ডমারা ৩ নম্বর ওয়ার্ডে। সাইফুদ্দিন খালেদ মসজিদের খতিব ছিলেন। গতকালকও তিনি মাহফিল করেছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। তাঁদের চমেকে নেওয়া হয়েছে। হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে তাঁরা ভর্তি আছেন।

আহতরা হলেন—মীর হোসেইন রবিন (৩০), মিজান (২৮), কবির আহমদ (৩০), রাশেদুল ইসলাম (৩০), বশির আহমেদ (৫০), নাসির আহমেদ (৫৫), সাহেবা (২১), জয়নাব বেগম (৩৫), মো. অভি (১২), আরজু (১৭) ও লাকি আক্তার (৪০)।

প্রত্যক্ষদর্শীর বরাতে বাকলিয়া থানার এসআই আব্দুলাহ আল ইমরান বলেন, ‘মিনিবাসটি কর্ণফুলী মইজ্জারটেক এলাকা থেকে নতুন ব্রিজের ওপর এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। বাসের জানালার কাচ ভেঙে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত