Ajker Patrika

কর্ণফুলী টানেল থেকে বঙ্গবন্ধুর নাম সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ২২: ৪৭
কর্ণফুলী টানেল থেকে বঙ্গবন্ধুর নাম সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলের মূল ফটক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। আজ বুধবার টানেলের প্রধান ফটকে এক্সকাভেটর দিয়ে নামটি সরিয়ে নেওয়া হয়। তবে এ বিষয়ে টানেল কর্তৃপক্ষের কোনো বক্তব্য জানা যায়নি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর ছাত্র–জনতার একটি মিছিল টানেলের ভেতরে ঢুকে নাম পরিবর্তনের জন্য জানায়। এরপর দুই দিন টানেলের টোল বক্সে কর্তৃপক্ষের কোনো লোককে দেখা যাইনি। এ সময় টানেল দিয়ে মোটরসাইকেলসহ সব ধরনের গাড়ি বিনা টোলে যাতায়াতও করে।

আজ থেকে যথারীতি টোল আদায়ের মাধ্যমে গাড়ি চলাচল শুরু করে। এর আগে টানেলে প্রধান ফটকে কর্মরত ব্যক্তিরা এক্সকাভেটর দিয়ে বঙ্গবন্ধুর নাম সরিয়ে নিতেও দেখা যায়।

এ বিষয়ে জানতে টানেল প্রকল্পের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) মো. তানভীর রিফার মোবাইল ফোনে কল করলে তিনি রিসিভ করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত