প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)
গভীর বঙ্গোপসাগরে চট্টগ্রামের বাঁশখালী খানখানাবাদ এলাকার জেলেদের ওপর আনোয়ারার গহিরা এলাকার জেলেরা হামলা করেছে। এ ঘটনায় খানখাবাদের জেলেদের ট্রলার ডুবে ১ জন নিখোঁজ ও ২১ জন আহত হয়েছেন। আহত জেলেরা বলছেন, নিখোঁজ মো. নাছির (২৭) সমুদ্রে ডুবে মারা গেছে; লাশ এখনো পাওয়া যায়নি।
জানা যায়, আজ দুপুরে বাঁশখালী খানখানাবাদ এলাকার মো. এনাম ও আবুল বশরের মালিকানাধীন বড় মাওলানা ফিশিং বোটে ২২ জন মাঝিমাল্লা বঙ্গোপসাগরে জাল ফেলতে যায়। গভীর সমুদ্রে জাল ফেলার সময় আনোয়ারা গহিরা এলাকার দুইটি ফিশিং বোটে জেলেরা এসে বাঁশখালীর জেলেদের ওপর হামলা ও মারধর করে। এ সময় বোটটি সাগরে ডুবে গেলে খানখানাবাদ ২ নম্বর ওয়ার্ড ডোয়ালিয়া পাড়া এলাকার শামশুল আলমের পুত্র মো. নাছির (২৭) নিখোঁজ হয়। উদ্ধার হওয়া বাকি ২১ জনও হামলায় আহত হয়। মঙ্গলবার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে
সমুদ্র থেকে ফিরে আসা জেলে সাদুর রশীদ বলেন, আনোয়ারা গহিরা এলাকার দুইটি বোটে জেলেরা এসে আমাদের মারধর করলে আমাদের বোটটি সমুদ্রে ডুবে যায়। আমরা প্রায় ১ ঘণ্টা সাগরে ভাসমান ছিলাম। পরে অন্য একটি বোট এসে আমাদের উদ্ধার করে সাগর পাড়ে নিয়ে আসে। নাছির এখনো নিখোঁজ রয়েছে; আমাদের ধারণা নাছির সাগরে মরে গেছে।
নিখোঁজ নাছিরের স্ত্রীর বড় ভাই মো. এনাম জানান, জালের পার মারার সময় আনোয়ারা গহিরা এলাকার ২টি বোট তাঁদের ওপর হামলা করে। এ সময় সাগরে ফিশিং বোটটি ডুবে যায়। ফিশিং ট্রলারে থাকা সব মাঝি-মাল্লারা আহত অবস্থায় উদ্ধার হলেও, আনোয়ারার জেলেদের হামলায় নাছির সাগরে মারা গেছে।
পশ্চিম বাঁশখালী উপকূলীয় মৎস্য সমবায় সমিতির সভাপতি তারেকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. শোয়াইব বলেন, আনোয়ারা গহিরার জেলেরা আমাদের বাঁশখালীর জেলেদের ওপর হামলা চালিয়েছে। আমরা সাগরে নাসিরের লাশ আনতে গেলেও আনোয়ারার জেলেরা আমাদের লাশ আনতে দেয়নি।
এ প্রসঙ্গে খানখানাবাদ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বদরুদ্দীন চৌধুরী বলেন, আমার ইউনিয়নের কদমরসুল এলাকার মাঝিমাল্লাদের ওপর আনোয়ারা গহিরা এলাকার জেলেরা ২টি বোট নিয়ে এসে হামলা করেছে। এতে নাছির নামের এক জেলে নিহত হয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফিউল কবীর বলেন, সাগরে আনোয়ারা ও বাঁশখালীর জেলেদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। আজকের ঘটনায় ১ জেলে নিখোঁজ আছে। পুলিশ এখনো ঘটনাস্থলে রয়েছে। এদিকে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত জেলে নাছিরের লাশের খোঁজ পাওয়া যায়নি।
গভীর বঙ্গোপসাগরে চট্টগ্রামের বাঁশখালী খানখানাবাদ এলাকার জেলেদের ওপর আনোয়ারার গহিরা এলাকার জেলেরা হামলা করেছে। এ ঘটনায় খানখাবাদের জেলেদের ট্রলার ডুবে ১ জন নিখোঁজ ও ২১ জন আহত হয়েছেন। আহত জেলেরা বলছেন, নিখোঁজ মো. নাছির (২৭) সমুদ্রে ডুবে মারা গেছে; লাশ এখনো পাওয়া যায়নি।
জানা যায়, আজ দুপুরে বাঁশখালী খানখানাবাদ এলাকার মো. এনাম ও আবুল বশরের মালিকানাধীন বড় মাওলানা ফিশিং বোটে ২২ জন মাঝিমাল্লা বঙ্গোপসাগরে জাল ফেলতে যায়। গভীর সমুদ্রে জাল ফেলার সময় আনোয়ারা গহিরা এলাকার দুইটি ফিশিং বোটে জেলেরা এসে বাঁশখালীর জেলেদের ওপর হামলা ও মারধর করে। এ সময় বোটটি সাগরে ডুবে গেলে খানখানাবাদ ২ নম্বর ওয়ার্ড ডোয়ালিয়া পাড়া এলাকার শামশুল আলমের পুত্র মো. নাছির (২৭) নিখোঁজ হয়। উদ্ধার হওয়া বাকি ২১ জনও হামলায় আহত হয়। মঙ্গলবার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে
সমুদ্র থেকে ফিরে আসা জেলে সাদুর রশীদ বলেন, আনোয়ারা গহিরা এলাকার দুইটি বোটে জেলেরা এসে আমাদের মারধর করলে আমাদের বোটটি সমুদ্রে ডুবে যায়। আমরা প্রায় ১ ঘণ্টা সাগরে ভাসমান ছিলাম। পরে অন্য একটি বোট এসে আমাদের উদ্ধার করে সাগর পাড়ে নিয়ে আসে। নাছির এখনো নিখোঁজ রয়েছে; আমাদের ধারণা নাছির সাগরে মরে গেছে।
নিখোঁজ নাছিরের স্ত্রীর বড় ভাই মো. এনাম জানান, জালের পার মারার সময় আনোয়ারা গহিরা এলাকার ২টি বোট তাঁদের ওপর হামলা করে। এ সময় সাগরে ফিশিং বোটটি ডুবে যায়। ফিশিং ট্রলারে থাকা সব মাঝি-মাল্লারা আহত অবস্থায় উদ্ধার হলেও, আনোয়ারার জেলেদের হামলায় নাছির সাগরে মারা গেছে।
পশ্চিম বাঁশখালী উপকূলীয় মৎস্য সমবায় সমিতির সভাপতি তারেকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. শোয়াইব বলেন, আনোয়ারা গহিরার জেলেরা আমাদের বাঁশখালীর জেলেদের ওপর হামলা চালিয়েছে। আমরা সাগরে নাসিরের লাশ আনতে গেলেও আনোয়ারার জেলেরা আমাদের লাশ আনতে দেয়নি।
এ প্রসঙ্গে খানখানাবাদ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বদরুদ্দীন চৌধুরী বলেন, আমার ইউনিয়নের কদমরসুল এলাকার মাঝিমাল্লাদের ওপর আনোয়ারা গহিরা এলাকার জেলেরা ২টি বোট নিয়ে এসে হামলা করেছে। এতে নাছির নামের এক জেলে নিহত হয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফিউল কবীর বলেন, সাগরে আনোয়ারা ও বাঁশখালীর জেলেদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। আজকের ঘটনায় ১ জেলে নিখোঁজ আছে। পুলিশ এখনো ঘটনাস্থলে রয়েছে। এদিকে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত জেলে নাছিরের লাশের খোঁজ পাওয়া যায়নি।
কুমিল্লা মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৭ এপ্রিল) সন্ধায় নগরীর কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ সড়কে বিএনপির দলীয় কার্যালয়ে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ছাত্রদলের কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর কমিটিকে কেন্দ্র করে পদবঞ্চিতদের সমর্থকেরা এ ঘটনা ঘটায়
২ মিনিট আগেলক্ষ্মীপুরে এনজিও কর্মকর্তা মো. ইউনুছ হত্যা মামলায় জাবেদ হোসেন নামের এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দীন এ রায় দেন।
৪ মিনিট আগেতুষারের বাবা হাদিস মিয়া জানান, ১০ মে সকালে বাড়ি থেকে বের হন তুষার। পরে রাতে ফোনে ভিডিও কলে জানান, তাঁকে অপহরণ করা হয়েছে আর মারধর করা হচ্ছে। দ্রুত ৫০ হাজার টাকা না পাঠালে অপহরণকারীরা তাঁকে মেরে ফেলবে।
৭ মিনিট আগেঅন্ধকারে সীমান্ত পেরিয়ে ঢুকছিলেন নারী-পুরুষ-শিশুসহ ১৭ জন। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাঁদের আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪২ ব্যাটালিয়নের সদস্যরা। ঘটনাটি ঘটে আজ শনিবার ঠাকুরগাঁওয়ের হরিপুরের রামপুর সীমান্তে ৩৪৮/২-এস মেইন পিলারের কাছে।
৩১ মিনিট আগে