Ajker Patrika

বঙ্গোপসাগরে হামলায় ট্রলারডুবিতে ১ জেলে নিখোঁজ, আহত ২১

প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)
বঙ্গোপসাগরে হামলায় ট্রলারডুবিতে ১ জেলে নিখোঁজ, আহত ২১

গভীর বঙ্গোপসাগরে চট্টগ্রামের বাঁশখালী খানখানাবাদ এলাকার জেলেদের ওপর আনোয়ারার গহিরা এলাকার জেলেরা হামলা করেছে। এ ঘটনায় খানখাবাদের জেলেদের ট্রলার ডুবে ১ জন নিখোঁজ ও ২১ জন আহত হয়েছেন। আহত জেলেরা বলছেন, নিখোঁজ মো. নাছির (২৭) সমুদ্রে ডুবে মারা গেছে; লাশ এখনো পাওয়া যায়নি। 

জানা যায়, আজ দুপুরে বাঁশখালী খানখানাবাদ এলাকার মো. এনাম ও আবুল বশরের মালিকানাধীন বড় মাওলানা ফিশিং বোটে ২২ জন মাঝিমাল্লা বঙ্গোপসাগরে জাল ফেলতে যায়। গভীর সমুদ্রে জাল ফেলার সময় আনোয়ারা গহিরা এলাকার দুইটি ফিশিং বোটে জেলেরা এসে বাঁশখালীর জেলেদের ওপর হামলা ও মারধর করে। এ সময় বোটটি সাগরে ডুবে গেলে খানখানাবাদ ২ নম্বর ওয়ার্ড ডোয়ালিয়া পাড়া এলাকার শামশুল আলমের পুত্র মো. নাছির (২৭) নিখোঁজ হয়। উদ্ধার হওয়া বাকি ২১ জনও হামলায় আহত হয়। মঙ্গলবার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে

সমুদ্র থেকে ফিরে আসা জেলে সাদুর রশীদ বলেন, আনোয়ারা গহিরা এলাকার দুইটি বোটে জেলেরা এসে আমাদের মারধর করলে আমাদের বোটটি সমুদ্রে ডুবে যায়। আমরা প্রায় ১ ঘণ্টা সাগরে ভাসমান ছিলাম। পরে অন্য একটি বোট এসে আমাদের উদ্ধার করে সাগর পাড়ে নিয়ে আসে। নাছির এখনো নিখোঁজ রয়েছে; আমাদের ধারণা নাছির সাগরে মরে গেছে। 

নিখোঁজ নাছিরের স্ত্রীর বড় ভাই মো. এনাম জানান, জালের পার মারার সময় আনোয়ারা গহিরা এলাকার ২টি বোট তাঁদের ওপর হামলা করে। এ সময় সাগরে ফিশিং বোটটি ডুবে যায়। ফিশিং ট্রলারে থাকা সব মাঝি-মাল্লারা আহত অবস্থায় উদ্ধার হলেও, আনোয়ারার জেলেদের হামলায় নাছির সাগরে মারা গেছে। 

পশ্চিম বাঁশখালী উপকূলীয় মৎস্য সমবায় সমিতির সভাপতি তারেকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. শোয়াইব বলেন, আনোয়ারা গহিরার জেলেরা আমাদের বাঁশখালীর জেলেদের ওপর হামলা চালিয়েছে। আমরা সাগরে নাসিরের লাশ আনতে গেলেও আনোয়ারার জেলেরা আমাদের লাশ আনতে দেয়নি। 

এ প্রসঙ্গে খানখানাবাদ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বদরুদ্দীন চৌধুরী বলেন, আমার ইউনিয়নের কদমরসুল এলাকার মাঝিমাল্লাদের ওপর আনোয়ারা গহিরা এলাকার জেলেরা ২টি বোট নিয়ে এসে হামলা করেছে। এতে নাছির নামের এক জেলে নিহত হয়েছে। 

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফিউল কবীর বলেন, সাগরে আনোয়ারা ও বাঁশখালীর জেলেদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। আজকের ঘটনায় ১ জেলে নিখোঁজ আছে। পুলিশ এখনো ঘটনাস্থলে রয়েছে। এদিকে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত জেলে নাছিরের লাশের খোঁজ পাওয়া যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত