Ajker Patrika

মাটিরাঙ্গায় পাহাড় কাটায় ১ লাখ টাকা জরিমানা

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১১: ২২
মাটিরাঙ্গায় পাহাড় কাটায় ১ লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে পাহাড়ের মাটি কেটে বিক্রির অপরাধে নেপাল ত্রিপুরা (৪৮) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে মাটিরাঙ্গা উপজেলা কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন। 

জানা যায়, অবৈধভাবে পাহাড় কাটার সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াছু এলাকায় এ অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃলা দেব। পাহাড় কাটার সময়ে সেখানে উপস্থিত হন কর্মকর্তারা। এ সময় বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ (গ) এবং ১৫/১ ধারায় নেপাল ত্রিপুরাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে একটি এক্সকাভেটরসহ মাটি বহনের কাজে ব্যবহার করা চারটি ট্রাক্টর জব্দ করা হয়। 

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃলা দেব বলেন, অবৈধভাবে মাটি কাটাসহ এমন অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত