Ajker Patrika

চট্টগ্রামে সাবেক ছাত্রদল নেতাকে গুলি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ০৩
ছাত্রদল নেতা পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবু। ছবি: সংগৃহীত
ছাত্রদল নেতা পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবু। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবু (৩৮) নামে সাবেক এক ছাত্রদল নেতাকে গুলি করে ফেলে রেখে গেছে অজ্ঞাত অস্ত্রধারীরা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের উত্তর গুজরা গ্রামের শ্রীশ্রী অন্নদা ঠাকুর আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দিরসংলগ্ন পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবু রাউজান কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন।

পিয়ার মোহাম্মদ রাউজান সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খানখানাবাদ গ্রামের চৌধুরী বাড়ির হাফেজ মাওলানা নুর মোহাম্মদের ছেলে। পিয়ার মোহাম্মদ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্যও ছিলেন।

১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হজরত চাঁদ শাহ (রহ.)-এর বার্ষিক ওরসকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঘটনার এক প্রত্যক্ষদর্শী। পিয়ার মোহাম্মদের মা মোরশেদা বেগম বলেন, ‘আমার ছেলে রোজা অবস্থায় পুকুরের সেচকাজ দেখার কথা বলে ঘর থেকে বের হয়েছিল। রাত ১১টার পর খবর পাই, ছেলেকে গুলি করে ফেলে গেছে। আমার ছেলের ওপর যারা গুলি চালিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শান্তি চাই।’

প্রত্যক্ষদর্শী আরাফাত বলেন, ‘আমাকে নিয়ে বাবু ভাই আদ্যপীঠ মন্দিরের সামনের পুকুরে সেচকাজ দেখতে যান। পরে আমরা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে নিয়ে আসি। উনার অবস্থা আশঙ্কাজনক।’

অন্নদা ঠাকুর আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দিরের পুরোহিত তপন চক্রবর্তী বলেন, ‘মন্দিরের সামনের পুকুরে ঘাট তৈরির জন্য সরকারি বরাদ্দ এসেছে। সাবকন্ট্রাক্টর হিসেবে পেয়ার মোহাম্মদ কাজটি শুরু করার জন্য পুকুরের পানি সেচ দিচ্ছিলেন। তিনি কাজ দেখভাল করতে আসার পর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। আমি ঘটনাস্থলে ছিলাম না। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আসি। আমার প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা আছে। পুলিশ ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেছে।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। ঘটনাস্থল থেকে পাঁচ-ছয়টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।’ অপরাধীদের শনাক্তের কাজ চলছে বলে দাবি তাঁর। সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত