Ajker Patrika

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব নিয়েছে চিটাগং ড্রাইডক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বাংলাদেশের চট্টগ্রাম বন্দর। ছবি: আরব নিউজের সৌজন্যে
বাংলাদেশের চট্টগ্রাম বন্দর। ছবি: আরব নিউজের সৌজন্যে

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ছেড়েছে টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক। গতকাল রোববার মধ্যরাতেই (রাত ১২টা ১ মিনিট) তাদের কাছ থেকে টার্মিনাল বুঝে নেয় বন্দর কর্তৃপক্ষ। এর পর তারা নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত ড্রাইডক কর্তৃপক্ষের সঙ্গে নতুন চুক্তি করে টার্মিনালের দায়িত্ব হস্তান্তর করে।

এ সময় বন্দর, ড্রাইডক ও সাইফ পাওয়ারটেকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ সোমবার থেকে টার্মিনাল পরিচালনা করছে নৌবাহিনী নিয়ন্ত্রণাধীন ড্রাইডক। 

আইনি বাধ্যবাধকতা থাকায় সরাসরি নৌবাহিনীকে না দিয়ে তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ড্রাইডকের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তি করেছে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড রাষ্ট্রীয় মালিকানাধীন এবং বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত একটি সামরিক জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান। চট্টগ্রাম বন্দরের সীমানার মধ্যেই এটির অবস্থান।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত পাওয়ার পর ড্রাইডকের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তির বিষয়টি বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভায় অনুমোদন দেওয়া হয়েছে।

৬ জুলাই রাত ১২টার পরে ড্রাইডকের সঙ্গে ছয় মাসের জন্য এনসিটি পরিচালনার চুক্তি করে বন্দর কর্তৃপক্ষ। একই সময় সাইফ পাওয়ারটেক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করে।

১৭ বছর ধরে এনসিটি পরিচালনা করা সাইফ পাওয়ারটেকের গতকাল ছিল শেষ দিন। ২০০৭ সাল থেকে তারা এটি পরিচালনা করছে। আজ ৭ জুলাই থেকে নৌবাহিনীর মাধ্যমে এটি পরিচালনা করছে চিটাগং ড্রাইডক। তবে সাইফ পাওয়ারটেকের জনবল দিয়েই আপাতত এটি পরিচালনা করছে তারা।

বন্দর নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত ড্রাইডককে দায়িত্ব হস্তান্তর করেছে এবং নতুন চুক্তি করেছে। প্রসঙ্গত, এনসিটি ছাড়লেও সাইফের কার্যক্রম চুক্তি অনুযায়ী বহাল রয়েছে সিসিটিতে।

চট্টগ্রাম বন্দরে মোট চারটি কনটেইনার টার্মিনাল রয়েছে। এগুলো হলো চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি), নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), জেনারেল কার্গো বার্থ (কনটেইনার ও বাল্ক-জিসিবি) ও পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি)।

চট্টগ্রাম বন্দরে ২০২৪-২৫ অর্থবছরে হ্যান্ডলিং হওয়া ৩২ লাখ টিইইউস কনটেইনারের মধ্যে ৪৪ শতাংশ এককভাবে পরিচালিত হয়েছে এনসিটি থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অবিশ্বাস্য কম খরচে বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে দুবাই, সুবিধা কী

উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণে একমত সব দল

ফিলিস্তিনপন্থী সংগঠন নিষিদ্ধের পক্ষে ভোট দিলেন টিউলিপ–রুশনারা

গাজার নিয়ন্ত্রণ হারাচ্ছে হামাস, মাথাচাড়া দিচ্ছে সশস্ত্র সন্ত্রাসীরা

মহাবিশ্বের আয়ু আর ২০০০ কোটি বছর, পৃথিবীর ধ্বংস কবে, জানালেন বিজ্ঞানীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত