Ajker Patrika

চট্টগ্রামে মাদ্রাসাশিক্ষার্থী ধর্ষণের মামলায় বাবুর্চির যাবজ্জীবন

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামে মাদ্রাসাশিক্ষার্থীকে (১১) ধর্ষণের ঘটনায় করা মামলায় প্রতিষ্ঠানটির বাবুর্চিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম ফেরদৌস আরা আসামির উপস্থিতিতে এ রায় দেন। তা ছাড়া আসামিকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। মামলায় মাদ্রাসার দুই শিক্ষককে খালাস দেওয়া হয়।

দণ্ডিত আসামি হলেন, পাঁচলাইশ থানার মুরাদপুরে মাদ্রাসাতুল মদিনা নামের একটি মাদ্রাসার বাবুর্চি মোস্তাফিজুর রহমান বাবু (২৬)। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাঘেরকান্দা এলাকায়। খালাস পাওয়া আসামিরা হলেন, ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ আবু রিদুয়ান (২৫) ও হাফেজ আশরাফুল ইসলাম (২৬)।

আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।

এর আগে ২০১৯ সালে অক্টোবরে পাঁচলাইশ থানার মুরাদপুরে মাদ্রাসাতুল মদিনার ১১ বছর বয়সী এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়। ওই বছরের ২৪ অক্টোবর নগরের পাঁচলাইশ থানায় মোস্তাফিজুরসহ তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ ও ধর্ষণে সহায়তার মামলা হয়েছিল। মামলার বাদী ছিলেন ভুক্তভোগী শিশুটির বাবা।

মামলায় বাদীর অভিযোগ ছিল, ভয়ভীতি দেখিয়ে বাবুর্চি তাঁর সন্তানকে একাধিকবার ধর্ষণ করেন। এ বিষয়ে মাদ্রাসার দুই শিক্ষককে অবহিত করলেও তাঁরা কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেছিলেন।

মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০২০ সালের ১১ নভেম্বর আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলায় আটজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আদালত সূত্র জানায়, রায় শেষে আসামি মোস্তাফিজুরকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত