Ajker Patrika

চট্টগ্রামে করোনায় মারা গেলেন ডা. মোস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে করোনায় মারা গেলেন ডা. মোস্তাফিজুর রহমান

চট্টগ্রাম: চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ডা. মো. মোস্তাফিজুর রহমান (৬৫)। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় নগরের বেসরকারি সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৮ তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন। তিনি ১৯৮২ সাল থেকে দীর্ঘ ৩৯ বছর সীতাকুণ্ড–মিরসরাইয়ে অসহায় মানুষের পাশে ছিলেন। 

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস বা বিআইটিআইডির সাবেক পরিচালক ডা. মো. আবু তৈয়ব আজকের পত্রিকাকে জানান, গত ২৩ জুন তাঁর নমুনা পরীক্ষার ফল করোনাভাইরাস পজিটিভ আসে। ২৪ জুন সার্জিস্কোপে ভর্তি হন তিনি। 

তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তাঁর স্ত্রী রাঙামাটির কাউখালী ডিগ্রি কলেজের শিক্ষক। স্বামীর সঙ্গে তিনিও করোনায় আক্রান্ত হন। তাঁদের বাড়ি নোয়াখালী হাতিয়া হলেও, মোস্তাফিজুর রহমান পরিবার নিয়ে চকবাজার কাপাসগোলা এলাকায় থাকতেন। 

করোনা প্রাদুর্ভাবের পর থেকে চট্টগ্রামে এ নিয়ে ২৪ জন চিকিৎসক কোভিডে মারা গেলেন। মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী। 

মোস্তাফিজুর রহমানের জানাজা আজ বাদ এশা কাপাসগোলা জামতলা মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত