Ajker Patrika

খাবারের সন্ধানে লোকালয়ে অজগর 

প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)
খাবারের সন্ধানে লোকালয়ে অজগর 

প্রতিনিয়ত উজাড় করা হচ্ছে বনজঙ্গল। এতে নষ্ট হচ্ছে পশুপাখি, প্রাণী, কীটপতঙ্গের খাবার ও আবাসস্থল। ফলে খাবারের সন্ধানে বনজঙ্গল থেকে লোকালয়ে চলে আসে একটি অজগর সাপ। গতকাল শনিবার রাতে সাপটি এলাকাবাসীদের হাতে ধরা পড়ে।

জানা যায়, গতকাল রাতে চট্টগ্রামের হাটহাজারীর মুরাদপুর গ্রামের স্থানীয় জনতার হাতে অজগর সাপটি ধরা পড়ে। পরে বন বিভাগে খবর দিলে হাটহাজারী রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইনের নেতৃত্বে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরীর সহযোগিতায় অজগর সাপটি উদ্ধার করা হয়। সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন ১৬ কেজির মতো। 

সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন বলেন, গতরাতে রাতে সাপটি উদ্ধার করে হাটহাজারী পৌরসভার পশ্চিমে আমাদের সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে। সেখানে অজগর সাপসহ সকল প্রাণিকুলের জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে। 

বন সংরক্ষক আরও বলেন, বনাঞ্চল উজাড়ের ফলে প্রাণিকুলের আবাসস্থল নষ্ট হয়ে যাওয়া ও খাদ্যের অভাবে বনজঙ্গল থেকে অজগরটি লোকালয়ে চলে আসে। এ ধরনের সাপগুলো সাধারণত খাদ্যের অভাবে লোকালয়ে আসতে দেখা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত