Ajker Patrika

ছবি এঁকে প্রধানমন্ত্রীর অনুদান পেল রাঙামাটির সাইমা ও শক্তিমান

রাঙামাটি প্রতিনিধি
ছবি এঁকে প্রধানমন্ত্রীর অনুদান পেল রাঙামাটির সাইমা ও শক্তিমান

ছবি এঁকে প্রধানমন্ত্রীর অনুদান পেল রাঙামাটির প্রতিবন্ধী স্কুলের সাইমা ও শক্তিমান তঞ্চঙ্গ্যা। প্রত্যেকে প্রধানমন্ত্রীর কাছ থেকে ১ লাখ টাকা করে অনুদান পেয়েছে। রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান এ অনুদান সাইমা ও শক্তিমানের হাতে তুলে দেন। 

অটিস্টিক ও শারীরিক প্রতিবন্ধী শিশু শিল্পী কর্তৃক আঁকা বাবদ সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের দুই বাক প্রতিবন্ধী শিশু ২০২২ অর্থ বছরে এ অনুদান পেল। 

স্কুল কর্তৃক পক্ষ জানান, ২০২১ অর্থ বছরেও ওই স্কুল থেকে বাক ও শ্রবণ প্রতিবন্ধী রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র থেকে শাহরিয়ার করিম পাভেল, শ্যামলী চাকমা ও মো: কামরান ছবি এঁকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১ লাখ টাকা করে অনুদান পায়। 

বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের বাক প্রতিবন্ধী শিশু সাইমা আক্তার ও তাঁর মা এবং প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক নুরুল আবছার জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বাক প্রতিবন্ধী শিশু সাইমার আঁকা ছবি দেখে অবাক হন। জেলা প্রশাসক যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস দেন। 
 
রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক জেলা স্কাউটের সাধারণ সম্পাদক নুরুল আবছার বলেন, ‘২০২১ সাল থেকে জাতীয় পর্যায়ে ছবি আঁকা প্রতিযোগিতায় রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১ লাখ টাকা করে মোট ৫ জন শিশু ৫ লাখ টাকা অনুদান পেয়েছে।’ 

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও ঢাকা কর্তৃক জানা গেছে, এবারও রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র থেকে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের আঁকা বিভিন্ন ছবি প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। এবং চিঠিতে বলা হয়েছে আগামী ২০ মে ২০২২ তারিখের মধ্যে প্রতিবন্ধী শিশুদের আঁকা ছবি পাঠাতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত