Ajker Patrika

কর্ণফুলীতে পাচারকালে ১৩ হাজার লিটার পাম অয়েল জব্দ

কর্ণফুলীতে পাচারকালে ১৩ হাজার লিটার পাম অয়েল জব্দ

চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনা থেকে ১৩ হাজার লিটার অপরিশোধিত পাম তেলসহ বাল্কহেড জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্টগার্ডের পূর্ব জোনের সদস্যরা এ অভিযান চালায়। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কর্ণফুলী নদীর মোহনা সি বিচ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে চারজন ক্রুসহ এফবি তানিশা নামের একটি বাল্কহেড আটক করা হয়। বাল্কহেডটিতে ১৩ হাজার লিটার অপরিশোধিত পাম তেল ছিল। বাল্কহেডের ক্রুরা তেলের উৎস, গন্তব্য বা বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তেলসহ বাল্কহেডটি জব্দ করা হয়।

কোস্ট গার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার হাবিবুর রহমান বলেন, বিশেষ অভিযানে জব্দকৃত তেল ও ভাল্কহেড কাস্টম কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত