Ajker Patrika

ব্রেক ফেল করে ট্রাক ঝুঁকে আছে নদীতে, রাইখালীতে ফেরি চলাচল বন্ধ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
ব্রেক ফেল করে ট্রাক ঝুঁকে আছে নদীতে, রাইখালীতে ফেরি চলাচল বন্ধ

রাঙামাটির কাপ্তাই উপজেলার একটি বালু বোঝায় ট্রাক ব্রেক ফেল করে ফেরির কিনারায় চলে এসেছে। এতে রাইখালী-লিচু বাগান রুটে ফেরি পারাপার সাময়িক বন্ধ রয়েছে। 

আজ বৃহস্পতিবার উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নে বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে। রাঙামাটি সড়ক ও জনপদ (সওজ) বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী কীর্তি নিশান চাকমা আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

ফেরিতে দায়িত্বরত কর্মচারী মো. শাহজাহান জানান, রাইখালী থেকে একটি বালু বোঝাই ট্রাক ফেরিতে উঠে ব্রেক ফেল করে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনের অংশ ফেরি থেকে নদীতে ঝুঁকে যায়। যেকোনো সময় ট্রাকটি নদীতে পড়ে যেতে পারে; এই আশঙ্কায় রাইখালী-লিচু বাগান রুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

সওজের প্রকৌশলী কীর্তি নিশান চাকমা বলেন, ফেরির রাইখালী অংশ থেকে আজ বেলা ১২টার দিকে বালু বোঝাই একটি ট্রাক ফেরিতে উঠতে গিয়ে ব্রেক ফেল করে। ফেরির শেষের দিকে গিয়ে এর কিছু অংশ কর্ণফুলী নদীর দিকে ঝুঁকে পড়ে। এ সময় ট্রাকটির পেছনের অংশ ফেরিতে আটকে যায়। ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে এই ঘটনায় সাময়িক ফেরি চলাচল বন্ধ রয়েছে। 

ক্রেন এনে এই ট্রাকটিকে উদ্ধার করে ফেরি চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানান এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত