Ajker Patrika

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধানবোঝাই ট্রাক উল্টে ২ জন নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধানবোঝাই ট্রাক উল্টে ২ জন নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ধানবোঝাই একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালকসহ দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার বিকেলে মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের সুফিয়া রোড ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও জোরারগঞ্জ হাইওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করেছে।

নিহতরা হলো–গাড়ির চালক চট্টগ্রামের আকবরশাহ থানার ফিরোজ শাহ কলোনির জাহিদ হোসেন (২৫) ও ধানের বেপারি মো. সাজেদ মিয়া (২৪)। তবে আহতের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকেলে ধানবোঝাই একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন ১৩-০৫০২) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে গিয়ে ধাক্কা লেগে উল্টে যায়। এতে গাড়ির চালক, চালকের সহকারী ও ধান বেপারি ট্রাকের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে মিরসরাইয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা এসে তাদের উদ্ধার করে।

মিরসরাইয়ে ধানবোঝাই মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, ‘গাড়ির সামনের অংশ গাছের সঙ্গে আটকে যায়। সামনের অংশ কেটে লাশগুলো বের করা হয়েছে।’

জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ধান বোঝাই একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন ১৩-০৫০২) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ঘটনাস্থলে দুজন নিহত হয় এবং একজন আহত হয়েছে। নিহতের লাশ এবং দুর্ঘটনাকবলিত মিনি ট্রাকটি উদ্ধার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত