ঢামেক প্রতিবেদক
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে মিছিলে পুলিশের গুলিতে আহত সাগর হোসেন (২৪) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সাগরের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার মকিনাবাদ গ্রামে। পেশায় তিনি পিকআপ ভ্যান চালক ছিলেন। আয়শা নামে তাঁর ৪ মাসের একটি মেয়ে রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৬ অক্টোবর ওই তরুণ মাথায় গুলিবিদ্ধ হলে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ঢাকা মেডিকেলে সে মারা যায়।
নিহত সাগরের বাবা শাহআলম জানান, সাগর এলাকায় পিকআপভ্যান চালাত। ১৩ তারিখ রাত সাড়ে ৮টার দিকে হাজীগঞ্জ বাজারে পিকআপ ভ্যান রেখে পায়ে হেঁটে বাসায় ফিরছিল। কুমিল্লায় মন্দিরে কোরআন রাখাকে কেন্দ্র করে তখন ওই বাজারে মিছিল হচ্ছিল। সেই মিছিলের মধ্যে পড়ে যায় সাগর। সেখান থেকে বের হয়ে দৌড় দিলে মাথায় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যায়।
হাসপাতালে সাগরের বড় ভাই মো. মতিউর রহমান জানান, আহত সাগরকে পুলিশই উদ্ধার করে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করে। পরে খবর দিলে পরিবারের সদস্যরা ভোর রাতে হাসপাতালে আসেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। ৩ দিন আইসিইউতে রাখার পর অর্থ সংকটের কারণে ১৬ তারিখ দুপুরে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে মিছিলে পুলিশের গুলিতে আহত সাগর হোসেন (২৪) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সাগরের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার মকিনাবাদ গ্রামে। পেশায় তিনি পিকআপ ভ্যান চালক ছিলেন। আয়শা নামে তাঁর ৪ মাসের একটি মেয়ে রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৬ অক্টোবর ওই তরুণ মাথায় গুলিবিদ্ধ হলে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ঢাকা মেডিকেলে সে মারা যায়।
নিহত সাগরের বাবা শাহআলম জানান, সাগর এলাকায় পিকআপভ্যান চালাত। ১৩ তারিখ রাত সাড়ে ৮টার দিকে হাজীগঞ্জ বাজারে পিকআপ ভ্যান রেখে পায়ে হেঁটে বাসায় ফিরছিল। কুমিল্লায় মন্দিরে কোরআন রাখাকে কেন্দ্র করে তখন ওই বাজারে মিছিল হচ্ছিল। সেই মিছিলের মধ্যে পড়ে যায় সাগর। সেখান থেকে বের হয়ে দৌড় দিলে মাথায় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যায়।
হাসপাতালে সাগরের বড় ভাই মো. মতিউর রহমান জানান, আহত সাগরকে পুলিশই উদ্ধার করে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করে। পরে খবর দিলে পরিবারের সদস্যরা ভোর রাতে হাসপাতালে আসেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। ৩ দিন আইসিইউতে রাখার পর অর্থ সংকটের কারণে ১৬ তারিখ দুপুরে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
টিনের চাল ও বেড়া দেওয়া কারখানায় থরে থরে সাজানো বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ম্যাঙ্গো জুসের বোতল। পাশে ভর্তি হওয়ার অপেক্ষায় হাজারো খালি বোতল। একটু দূরে বিশাল ড্রাম জুসে পরিপূর্ণ। কিন্তু পুরো কারখানায় তল্লাশি চালিয়ে অস্তিত্ব পাওয়া যায়নি কোনো আমের। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা
২ মিনিট আগে১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে করা মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে আজ মঙ্গলবার (৪ মার্চ) কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজাহারুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০ মিনিট আগেচট্টগ্রামের খুচরা বাজারে খোলা সয়াবিন তেলের প্রতি লিটার সর্বোচ্চ ১৬০ টাকা নির্ধারণ করে দেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
২২ মিনিট আগেফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে (এফইসি) ছাত্ররাজনীতির নিষিদ্ধের মধ্যে নতুন করে ছাত্রদলের কমিটি গঠন করায় অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসজুড়ে। কলেজটির সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন। এ ছাড়া ছাত্রদলের কমিটিতে স্থান পাওয়া শিক্ষার্থীদের অবাঞ্ছিত এবং বহিষ্কারেরও
২৭ মিনিট আগে