Ajker Patrika

যুবককে বেঁধে নির্যাতন, হাত-পায়ের নখ তুলে ফেলার অভিযোগ নারীর বিরুদ্ধে

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১৪: ৪০
আহত অবস্থায় হাসপাতালে আলমগীর। ছবি: আজকের পত্রিকা
আহত অবস্থায় হাসপাতালে আলমগীর। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের কর্ণফুলীতে মোহাম্মদ আলমগীর (২৮) নামের এক যুবককে ডেকে নিয়ে নির্যতনের অভিযোগ উঠেছে হাবিবা আক্তার (২৩) নামের এক নারী ও তাঁর পরিবারের বিরুদ্ধে। মুঠোফোনে ডেকে নিয়ে হাত-পা ও চোখ গামছা দিয়ে বেঁধে ওই যুবককে বেধড়ক মারধর এবং হাত-পায়ের নখ তুলে ফেলা হয়েছে বলেও জানা গেছে।

গত শুক্রবার রাতে উপজেলার বড় উঠান ইউনিয়নের ফাজিলখার হাটের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত হাবিবা পেশায় একজন গার্মেন্টস কর্মী। তিনি ওই যুবকের সাবেক প্রেমিকা বলে জানা গেছে।

মারধরের শিকার আলমগীর বড় উঠান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শাহমীরপুরের মৃত আব্দুস ছাত্তারের ছেলে। পেশায় তিনি বাসচালক। গতকাল শনিবার (৫ জুলাই) দুপুরে ফাজিল খার হাট এলাকা থেকে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

আহতের স্বজনের অভিযোগ, হাবিবা তাঁকে প্রেমের ফাঁদে ফেলে গত শুক্রবার রাতে তাদের ভাড়া বাসায় ডেকে নিয়ে যায়। এরপর রাতভর আটকে রেখে বেধড়ক মারধর করে এবং চোখে গামছা বেঁধে হাত-পায়ের নখ তুলে নেয়।

আহতের বড় ভাই মো. জসিম উদ্দিন বলেন, ‘আমার ভাই অপরাধ করলে পুলিশ প্রশাসনের কাছে তুলে দিত, কিন্তু অমানবিক নির্যাতন করবে কেন? আমার ভাই এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাসপাতালে। আমরা এর বিচার চাই।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, এ ঘটনায় আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালের পাঠানো হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খানসামায় ১১ বছর আগের ঘটনায় সাবেক জামায়াত নেতার মামলা

নিউইয়র্কে মামদানির জয়ে ক্ষোভে ফুঁসছে মোদি সমর্থকেরা

বিশেষ বিমানে ২৫০ জনকে সীমান্তে এনেছে ভারত, শিগগিরই ‘পুশইন’

হুসাইন (রা.)-এর হত্যার পেছনে দায়ীদের মৃত্যু হয়েছিল যেভাবে

‘আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট’ মালয়েশিয়াফেরত ৩ জন, মামলার প্রস্তুতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত