Ajker Patrika

ইন্টার্নদের কর্মবিরতি, চট্টগ্রাম মেডিকেলের বহির্বিভাগে চিকিৎসাসেবা ব্যাহত

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ইন্টার্নদের কর্মবিরতি। ছবি: আজকের পত্রিকা
ইন্টার্নদের কর্মবিরতি। ছবি: আজকের পত্রিকা

দেশব্যাপী ইন্টার্ন চিকিৎসকদের চলমান কর্মবিরতির কারণে চিকিৎসক সংকটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসাসেবা বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা।

বহির্বিভাগের সামনে অপেক্ষমাণ রোগীদের অভিযোগ, সকাল ৯টা থেকে কাউন্টারে টিকিট বিক্রি করা হলে সাড়ে ১০টার দিকে বন্ধ করে দেওয়া হয়। অনেকে টিকিট কেটেও ডাক্তার দেখাতে পারছেন না।

চট্টগ্রামের রাউজান থেকে বৃদ্ধ মাকে নিয়ে মেডিকেলে আসা নজিবুর ইসলাম বলেন, ‘সকাল ৯টায় টিকিট নিয়েছি, এখনো ডাক্তার দেখাতে পারিনি। আজকে ডাক্তার দেখাতে পারব কিনা, জানি না। এ রকম হবে জানলে এত কষ্ট করে রোজার দিনে মাকে নিয়ে এখানে আসতাম না।’

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার তসলিম উদ্দিন বলেন, ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতিতে থাকায় বিভিন্ন ওয়ার্ডে সেবা দিতে তাঁদের অভাব পূরণ করছেন হাসপাতালের সিনিয়র ও জুনিয়র ডাক্তাররা। তবে চিকিৎসক সংকট দেখা দেওয়ায় বহির্বিভাগের সেবা কিছুটা ব্যাহত হচ্ছে।

এদিকে দুপুর ১২টার দিকে একাডেমি ভবনের সামনে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: সাবেক এমপিসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত