নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে গান গেয়ে নৃত্যের তালে শাহাদাত হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও দুজন গ্রেপ্তার হয়েছে।
গতকাল রোববার রাতে নগরের খুলশী থানাধীন গরীবুল্লাহ শাহ মাজার ও জামতলা থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-৭। গ্রেপ্তারকৃতরা হলেন নগরের খুলশী থানাধীন ঢেবারপাড় এলাকার এম এস দুলালের ছেলে মেহেদী হাসান সাগর (২৮) এবং একই এলাকার মো. শান্ত (২৮)।
র্যাব-৭–এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ উল আলম জানান, গ্রেপ্তার সাগর ঘটনার দিন (১৩ আগস্ট) ভিকটিম শাহাদাত হোসেনকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যান। পরবর্তীকালে তাঁকে অপহরণ করে ভিকটিমের স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি করেছিলেন। এ ছাড়া গ্রেপ্তার শান্তও ওই দিন ঘটনার সময় উপস্থিত ছিলেন। তাঁরা দুজনই হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার বিষয়টি র্যাবের কাছে স্বীকার করেছে। পরে তাঁদের পাঁচলাইশ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
গত ১৩ আগস্ট রাতে নগরের আখতারুজ্জামান উড়ালসড়কের নিচে ২ নম্বর গেট মোড় এলাকায় শাহাদাত হোসেন নামে এক যুবককে পেটানো হয়। পরদিন ১৪ আগস্ট সেখান থেকে অন্তত এক কিলোমিটার দূরে নগরের প্রবর্তক মোড়ে বদনা শাহ মাজারের সামনে থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ১৫ আগস্ট অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পাঁচলাইশে একটি হত্যা মামলা হলেও ওই যুবককে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করার বিষয়ে কেউই জানত না।
ঘটনাটি নিয়ে গত ২১ সেপ্টেম্বর ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে নৃত্যের তালে তালে গান গেয়ে একদল যুবক উল্লাস করছিলেন। তাঁদের মাঝে শাহাদাতের দুই হাত দুটি খুঁটির সঙ্গে বাঁধা ছিল। এ সময় মুমূর্ষু অবস্থায় দেখা যায়। ভিডিও ভাইরালের পর নানা সমালোচনার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর হয়।
গত ২৪ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ফরহাদ আহমেদ চৌধুরী জুয়েল (৪২), আনিসুর রহমান ইফাত (১৯) ও ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ।
নিহত শাহাদাত নোয়াখালীর সোনাইমুড়ি থানাধীন পাঁচবাড়িয়া ইউনিয়নের নদনা গ্রামের বাসিন্দা। চট্টগ্রাম নগরের বিআরটিসি এলাকার বয়লার কলোনিতে থাকতেন এবং ফলমণ্ডিতে একটি দোকানে চাকরি করতেন।
চট্টগ্রামে গান গেয়ে নৃত্যের তালে শাহাদাত হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও দুজন গ্রেপ্তার হয়েছে।
গতকাল রোববার রাতে নগরের খুলশী থানাধীন গরীবুল্লাহ শাহ মাজার ও জামতলা থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-৭। গ্রেপ্তারকৃতরা হলেন নগরের খুলশী থানাধীন ঢেবারপাড় এলাকার এম এস দুলালের ছেলে মেহেদী হাসান সাগর (২৮) এবং একই এলাকার মো. শান্ত (২৮)।
র্যাব-৭–এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ উল আলম জানান, গ্রেপ্তার সাগর ঘটনার দিন (১৩ আগস্ট) ভিকটিম শাহাদাত হোসেনকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যান। পরবর্তীকালে তাঁকে অপহরণ করে ভিকটিমের স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি করেছিলেন। এ ছাড়া গ্রেপ্তার শান্তও ওই দিন ঘটনার সময় উপস্থিত ছিলেন। তাঁরা দুজনই হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার বিষয়টি র্যাবের কাছে স্বীকার করেছে। পরে তাঁদের পাঁচলাইশ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
গত ১৩ আগস্ট রাতে নগরের আখতারুজ্জামান উড়ালসড়কের নিচে ২ নম্বর গেট মোড় এলাকায় শাহাদাত হোসেন নামে এক যুবককে পেটানো হয়। পরদিন ১৪ আগস্ট সেখান থেকে অন্তত এক কিলোমিটার দূরে নগরের প্রবর্তক মোড়ে বদনা শাহ মাজারের সামনে থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ১৫ আগস্ট অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পাঁচলাইশে একটি হত্যা মামলা হলেও ওই যুবককে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করার বিষয়ে কেউই জানত না।
ঘটনাটি নিয়ে গত ২১ সেপ্টেম্বর ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে নৃত্যের তালে তালে গান গেয়ে একদল যুবক উল্লাস করছিলেন। তাঁদের মাঝে শাহাদাতের দুই হাত দুটি খুঁটির সঙ্গে বাঁধা ছিল। এ সময় মুমূর্ষু অবস্থায় দেখা যায়। ভিডিও ভাইরালের পর নানা সমালোচনার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর হয়।
গত ২৪ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ফরহাদ আহমেদ চৌধুরী জুয়েল (৪২), আনিসুর রহমান ইফাত (১৯) ও ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ।
নিহত শাহাদাত নোয়াখালীর সোনাইমুড়ি থানাধীন পাঁচবাড়িয়া ইউনিয়নের নদনা গ্রামের বাসিন্দা। চট্টগ্রাম নগরের বিআরটিসি এলাকার বয়লার কলোনিতে থাকতেন এবং ফলমণ্ডিতে একটি দোকানে চাকরি করতেন।
যশোরের কেশবপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ভূগর্ভস্থ পানি তুলে মাছের ঘেরগুলো পূর্ণ করা হচ্ছে। এতে করে আসন্ন বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির কারণে এলাকায় ফের বন্যাসহ ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী বলছেন, এখন ভূগর্ভস্থ পানি তুলে ঘের ভর্তি করে রাখায় বর্ষার পানি ধারণের জায়গা
১ মিনিট আগেইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে সড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি চলছে। এতে করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক নগর ভবন সংলগ্ন গুলিস্তান-বঙ্গবাজার সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
১ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় আবুল হোসেন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই পথচারী গুরুতর আহত হয়েছেন।
৫ মিনিট আগেমানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে বিশাল আকারের চিতল মাছ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের সেলিমপুর থেকে হরিনা ঘাটের মাঝামাঝি এলাকায় মাছটি ধরা পড়ে।
২০ মিনিট আগে