নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নগরীর খুলশীতে শ্রীলঙ্কান এক নাগরিকের বাসায় ৮ লাখ টাকা চুরির ঘটনায় বিলকিস আক্তার (৩৮) নামে ওই বাসার গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে চুরির ৭ লাখ ৮৮ হাজার টাকা জব্দ করা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি সদর এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত বিলকিস খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া গ্রামের রশিদ আহাম্মদের ছেলে।
এ বিষয়ে আজ রোববার দুপুরে খুলশী থানায় সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আরাফাতুল ইসলাম বলেন, গত শুক্রবার দুপুরে দক্ষিণ খুলশীর একটি বাসায় লকার ভেঙে ৮ লাখ টাকা চুরির ঘটনা ঘটে। বাসাটি ইউএম মদুশান মহেশ্বরা (৩৬) নামে এক শ্রীলঙ্কান নাগরিকের। তিনি ফোর এইচ গ্রুপের কনসালট্যান্ট।
আরাফাতুল ইসলাম জানান, ওই চুরির ঘটনায় বাসার গৃহকর্মীকে আসামি করে খুলশী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় আসামিকে শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে চুরির টাকা উদ্ধারসহ অভিযুক্ত তাকে গ্রেপ্তার করে।
আরাফাতুল ইসলাম বলেন, ‘আসামিকে গ্রেপ্তারের পর আজ রোববার আদালতে তোলা হয়েছে। আমরা আদালতে তিন দিনের রিমান্ড আবেদন করেছি। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে এই চুরির সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, বা এর আগে অভিযুক্ত নারীর চুরির কোনো ঘটনা রয়েছে কি না, তা জানা যাবে।’
নগরীর খুলশীতে শ্রীলঙ্কান এক নাগরিকের বাসায় ৮ লাখ টাকা চুরির ঘটনায় বিলকিস আক্তার (৩৮) নামে ওই বাসার গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে চুরির ৭ লাখ ৮৮ হাজার টাকা জব্দ করা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি সদর এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত বিলকিস খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া গ্রামের রশিদ আহাম্মদের ছেলে।
এ বিষয়ে আজ রোববার দুপুরে খুলশী থানায় সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আরাফাতুল ইসলাম বলেন, গত শুক্রবার দুপুরে দক্ষিণ খুলশীর একটি বাসায় লকার ভেঙে ৮ লাখ টাকা চুরির ঘটনা ঘটে। বাসাটি ইউএম মদুশান মহেশ্বরা (৩৬) নামে এক শ্রীলঙ্কান নাগরিকের। তিনি ফোর এইচ গ্রুপের কনসালট্যান্ট।
আরাফাতুল ইসলাম জানান, ওই চুরির ঘটনায় বাসার গৃহকর্মীকে আসামি করে খুলশী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় আসামিকে শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে চুরির টাকা উদ্ধারসহ অভিযুক্ত তাকে গ্রেপ্তার করে।
আরাফাতুল ইসলাম বলেন, ‘আসামিকে গ্রেপ্তারের পর আজ রোববার আদালতে তোলা হয়েছে। আমরা আদালতে তিন দিনের রিমান্ড আবেদন করেছি। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে এই চুরির সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, বা এর আগে অভিযুক্ত নারীর চুরির কোনো ঘটনা রয়েছে কি না, তা জানা যাবে।’
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার পুলিশ রাতে টহলরত অবস্থায় অস্ত্রসহ চার ছিনতাইকারীকে আটক করেছে। শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে সাদুল্লাপুর পাগলার মাজারের কাছ থেকে তাঁদের আটক করা হয়।
১৬ মিনিট আগেসাংবাদিক দম্পতি হত্যা মামলায় সাগর-রুনির বাড়ির নিরাপত্তারক্ষী পলাশ রুদ্রকে আবারও জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার (২ মার্চ) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হকের আবেদনের পরিপ্রক্ষিতে আদালত এই নির্দেশ দেন।
২০ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা আটক হয়েছেন। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের পরীক্ষার হল থেকে তাঁদের আটক করা হয়।
২৯ মিনিট আগেরাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকা থেকে পাঁচ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার দুজন আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সদস্য বলে জানিয়েছে তারা
৩২ মিনিট আগে