Ajker Patrika

শ্রীলঙ্কান নাগরিকের বাসায় চুরির ঘটনায় গৃহকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৯: ২১
শ্রীলঙ্কান নাগরিকের বাসায় চুরির ঘটনায় গৃহকর্মী গ্রেপ্তার

নগরীর খুলশীতে শ্রীলঙ্কান এক নাগরিকের বাসায় ৮ লাখ টাকা চুরির ঘটনায় বিলকিস আক্তার (৩৮) নামে ওই বাসার গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে চুরির ৭ লাখ ৮৮ হাজার টাকা জব্দ করা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি সদর এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

অভিযুক্ত বিলকিস খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া গ্রামের রশিদ আহাম্মদের ছেলে। 

এ বিষয়ে আজ রোববার দুপুরে খুলশী থানায় সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আরাফাতুল ইসলাম বলেন, গত শুক্রবার দুপুরে দক্ষিণ খুলশীর একটি বাসায় লকার ভেঙে ৮ লাখ টাকা চুরির ঘটনা ঘটে। বাসাটি ইউএম মদুশান মহেশ্বরা (৩৬) নামে এক শ্রীলঙ্কান নাগরিকের। তিনি ফোর এইচ গ্রুপের কনসালট্যান্ট। 

আরাফাতুল ইসলাম জানান, ওই চুরির ঘটনায় বাসার গৃহকর্মীকে আসামি করে খুলশী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় আসামিকে শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে চুরির টাকা উদ্ধারসহ অভিযুক্ত তাকে গ্রেপ্তার করে। 

আরাফাতুল ইসলাম বলেন, ‘আসামিকে গ্রেপ্তারের পর আজ রোববার আদালতে তোলা হয়েছে। আমরা আদালতে তিন দিনের রিমান্ড আবেদন করেছি। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে এই চুরির সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, বা এর আগে অভিযুক্ত নারীর চুরির কোনো ঘটনা রয়েছে কি না, তা জানা যাবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত