Ajker Patrika

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আবু বক্কর সিদ্দিককে (৮০) কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার ভোরে সদর দক্ষিণ উপজেলার রামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

দুপুরে নগরীর শাকতলা র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ ও সিপিসি-২ কুমিল্লা কোম্পানি অধিনায়ক লে কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য জানান। 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব। সোমবার ভোরে অভিযানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার উত্তর কদমতলা এলাকার মৃত মান্দার সর্দারের ছেলে। 

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত