Ajker Patrika

চট্টগ্রামে নালা খননের সময় হেলে পড়েছে ৪ তলার ভবন 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ২১: ২৭
চট্টগ্রামে নালা খননের সময় হেলে পড়েছে ৪ তলার ভবন 

চট্টগ্রাম নগরে নালা খনন কাজের সময় পাশে থাকা একটি চারতলার আবাসিক ভবন হেলে পড়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহত নেই। 

আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে নগরের বায়েজিদ থানাধীন তৈয়ব শাহ হাউজিং সোসাইটি এলাকায় এই ঘটনা ঘটে। এতে সেখানে থাকা বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। 

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপসহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা আজকের পত্রিকাকে বলেন, জায়গাটিতে সরকারিভাবে একটি খাল খনন করা হচ্ছে। খনন কাজ চলাকালে পাশে থাকা খোরশেদ ম্যানসন নামের একটি চারতলা ভবনের নিচের দুটি কলামের মাটি সরে যায়, এতে ওই ভবনটি হেলে পাশের আরেকটি ভবনে গিয়ে পড়ে। 

হেলেপড়া ভবনফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত সেখানে ভবনটির লোকজনদের নিরাপদে সরিয়ে নিয়েছে। এছাড়া নালার পাশে থাকা আরও দুটি ভবন থেকেও বাসিন্দাদের নিরাপদে সরানো হয়েছে। এই ভবন দুটিও ঝুঁকিপূর্ণ রয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত