Ajker Patrika

কাপ্তাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা। ছবি: আজকের পত্রিকা
হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা। ছবি: আজকের পত্রিকা

পুষ্টি বিষয়ে দেশব্যাপী জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ‘শিশু থেকে প্রবীণ-পুষ্টিকর খাবার সার্বজনীন’ প্রতিপাদ্যে বুধবার (২৮ মে) থেকে রাঙামাটির কাপ্তাইয়ে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে এদিন বেলা ১১টায় স্বাস্থ্য বিভাগ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা চত্বর এলাকা প্রদক্ষিণ করে আবারও হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।

পরে হাসপাতালের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা।

এ সময় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রকল্প কাপ্তাই উপজেলার প্রকল্পের ব্যবস্থাপক মৃদুল চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই উপজেলা ব্র্যাকের স্বাস্থ্য প্রকল্পের সিনিয়র প্রোগাম অফিসার শম্পা দাশ গুপ্ত, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াস, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা, কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, সম্পাদক ঝুলন দত্তসহ সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ভিসায় ছয় দেশ

এর জবাব দেশে দিইনি, জাপানে দিলে বিপদ হবে: পদত্যাগ প্রশ্নে ড. ইউনূস

চারটি গুলির পর নিরস্ত্র মেজর সিনহার গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়: অ্যাটর্নি জেনারেল

‘বাংলাদেশের বিপক্ষে জিতলেও পাকিস্তানের কোনো লাভ হবে না’

বাজে হারের পরও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত