Ajker Patrika

পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানায় ব্যাপক গোলাগুলি, আটক ৫

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানায় ব্যাপক গোলাগুলি, আটক ৫

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়েছে র‍্যাব। এ সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। আস্তানা থেকে পাঁচ সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব। উদ্ধার করা হয়েছে বিপুল গোলাবারুদ। 

আজ রোববার সকালে র‍্যাব-৭-এর ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ। 

অভিযানে আটক সন্ত্রাসীরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার চত্তনখোলা এলাকার মৃত শামসুল হকের ছেলে রফিকুল ইসলাম মালু (৪১), লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার উপরামারা এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে মো. সিরাজুল ইসলাম (৩৪), বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের কুতুবখালী আব্দুল লতিফপাড়ার আহামদুর রহমান ফারুকীর ছেলে মিজানুর রহমান কদর (৩৮), চাঁদপুর জেলার শাহরাস্তী থানার আহাম্মদ নগর এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. হাসান (৩৫) ও সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকার মৃত মজিদ শেখের ছেলে জামাল শেখ (৪৭)। 

এমএ ইউসুফ জানান, দীর্ঘদিন ধরে তাঁরা জঙ্গল সলিমপুর এলাকার পাহাড়ে বসবাস করেছিলেন। সন্ত্রাসী মশিউর রহমানের নেতৃত্বে ছিন্নমূল এলাকায় দখল, চাঁদাবাজি, খুন, অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন তাঁরা। 

অধিনায়ক এমএ ইউসুফ বলেন, ‘জঙ্গল সলিমপুর এলাকার ছিন্নমূলের পাহাড়ে থাকা শিবলুর আধপাকা টিনশেড ঘরে সন্ত্রাসীদের অবস্থান করার খবর পায় র‍্যাব। বিষয়টির সত্যতা নিশ্চিত হতে গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় সেখানে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পাঁচ সন্ত্রাসীকে আটক করা হয়। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী মশিউরের সন্ত্রাসী আস্তানায় অস্ত্র উদ্ধারে যায় র‍্যাব। এ সময় মশিউরের ছেলে সন্ত্রাসী শিবলুর নেতৃত্বে একদল অস্ত্রধারী আটককৃতদের ছিনিয়ে নিতে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে র‍্যাব ১২৯ রাউন্ড পাল্টা গুলি ছোড়ে। গুলিবিনিময় চলাকালে বেশ কয়েকজন র‍্যাব সদস্য আহত হন। একপর্যায়ে সন্ত্রাসী শিবলু দলবল নিয়ে গহিন পাহাড়ে পালিয়ে যান।’ 

র‍্যাব কর্মকর্তা আরও বলেন, ‘গুলিবিনিময় শেষে সন্ত্রাসী আস্তানাসহ পুরো পাহাড়ি এলাকা ঘিরে তল্লাশি চালায় র‍্যাব। তিন ঘণ্টারও অধিক সময় তল্লাশি চালিয়ে ১০টি দেশীয় আগ্নেয়াস্ত্র, একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, একটি ছোরা এবং ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া আস্তানা থেকে কয়েকটি বাইনোকুলার, মিলিটারি গেজেট, পোশাক ও অবৈধ ধাতব মুদ্রা উদ্ধার করা হয়।’ 

এর আগে গত ২৭ ডিসেম্বর ভোরে জঙ্গল ছলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মশিউর রহমানকে গ্রেপ্তার করে র‍্যাব। জঙ্গল সলিমপুরের গডফাদার খ্যাত ছিন্নমূল সংগঠনের এ নেতার বিরুদ্ধে ২৭টি মামলা রয়েছে বলে জানান র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ। 

মশিউর রহমানের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান,২টি এলজি,১টি দুইনলা বন্দুক ও ১৩ রাউন্ড কার্তুজসহ ব্যাপক গোলাবারুদ উদ্ধার করা হয়। 

মশিউর সন্ত্রাসীদের নিয়ে জঙ্গল সলিমপুর এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি, সরকারি জমি প্লট আকারে লোকজনের কাছে বিক্রি করে টাকা আদায়সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানিয়েছে র‍্যাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত