পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে পটিয়া উপজেলায় দুজন বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে শোকজ করেছেন পটিয়া উপজেলা যুবলীগ। শনিবার পটিয়া উপজেলা যুবলীগের এক জরুরি বর্ধিত সভায় কোলাগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবুল হক চৌধুরী ও জঙ্গলখাইন ইউনিয়ন যুবলীগের সভাপতি সাহাদাত হোসেন সবুজকে শোকজ লেটার পাঠানো হয়েছে।
তাঁদের আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে শোকজ লেটারের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাঁদের ব্যাপারে যেকোনো ধরনের পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশির।
ইমরান উদ্দিন বশির আরও বলেন, ‘তাঁদের শোকজের জবাব না পেলে অথবা সন্তোষজনক না হলে আমরা উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি জেলা ও কেন্দ্রীয় যুবলীগের কমিটির কাছে তাঁদের নামে নালিশ জানানো হবে। আমরা আশা করছি তাঁরা যুবলীগের নির্দেশনা মেনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।’
শনিবার বিকেল সাড়ে ৪টার সময় পটিয়া উপজেলা সদরের গাজী কনভেনশন হলে যুবলীগের আয়োজিত জরুরি বর্ধিত সভার আয়োজন করা হয়। এতে আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশিরের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মাস্টার রিটন নাথ, মোরশেদুল হক, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ ফয়সালসহ প্রমুখ।
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে পটিয়া উপজেলায় দুজন বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে শোকজ করেছেন পটিয়া উপজেলা যুবলীগ। শনিবার পটিয়া উপজেলা যুবলীগের এক জরুরি বর্ধিত সভায় কোলাগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবুল হক চৌধুরী ও জঙ্গলখাইন ইউনিয়ন যুবলীগের সভাপতি সাহাদাত হোসেন সবুজকে শোকজ লেটার পাঠানো হয়েছে।
তাঁদের আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে শোকজ লেটারের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাঁদের ব্যাপারে যেকোনো ধরনের পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশির।
ইমরান উদ্দিন বশির আরও বলেন, ‘তাঁদের শোকজের জবাব না পেলে অথবা সন্তোষজনক না হলে আমরা উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি জেলা ও কেন্দ্রীয় যুবলীগের কমিটির কাছে তাঁদের নামে নালিশ জানানো হবে। আমরা আশা করছি তাঁরা যুবলীগের নির্দেশনা মেনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।’
শনিবার বিকেল সাড়ে ৪টার সময় পটিয়া উপজেলা সদরের গাজী কনভেনশন হলে যুবলীগের আয়োজিত জরুরি বর্ধিত সভার আয়োজন করা হয়। এতে আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশিরের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মাস্টার রিটন নাথ, মোরশেদুল হক, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ ফয়সালসহ প্রমুখ।
বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় দুজনকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার বিএনপির ফেসবুক পেজে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিত
১৬ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে মোহাম্মদ জিহাদ (১০) নামের এক শিশুর লাশের ময়নাতদন্ত করায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফের বিরুদ্ধে মানববন্ধন করেছেন শিশুর পরিবার ও এলাকাবাসী। আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার মইজ্জারটেক চত্বরে মানববন্ধন করা হয়।
২০ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাটিভর্তি ডাম্প ট্রাকের চাপায় মো. ফেরদৌস (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ্-বাংলার ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেরংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়নের আলদাতপুর ছয়আনি হিন্দুপল্লিতে হামলার তিন দিন পর কিছুটা স্বস্তি ফিরেছে। তিনটি পরিবার ছাড়া সবাই ফিরেছে ঘরে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি মেরামত করে দেওয়া হচ্ছে। একই সঙ্গে খাদ্যসহায়তা হিসেবে চাল, ডাল, লবণ, চিনি, তেল, মরিচগুঁড়া, হলুদগুঁড়া,
২৮ মিনিট আগে