Ajker Patrika

বিস্ফোরণে পুড়ে অঙ্গার ১০ বছরের শিশুও

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বিস্ফোরণে পুড়ে অঙ্গার ১০ বছরের শিশুও

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণে এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১০ বছরের এক শিশু ও ৪০-৪৫ বছরের এক নারীও আছেন। এই দুজনের শরীর পুড়ে এতটাই বিকৃত হয়েছে যে চেনারও উপায় নেই। 

এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির পুলিশের উপ-পরিদর্শক বাবুল চাকমা। তিনি আজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত তথ্য সংগ্রহের দায়িত্বে ছিলেন। 

বাবুল চাকমা বলেন, ‘ঘটনাস্থল থেকে ওই শিশুকে একটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়। ওই শিশুর পুরো দেহ পুড়ে অঙ্গার হয়ে গেছে। শুধু মুখটা একটু ভালো আছে। এ ছাড়া এক নারীর মরদেহ আনা হয়। তাঁর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।’ 

গতকাল শনিবার সাড়ে ১০টায় সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটে। সর্বশেষ পাওয়া খবরে মৃত ৪৫ জনের মধ্যে নয় জন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন। বহু নিখোঁজের পাশাপাশি, প্রায় ৩০ জনের পরিচয় এখনও শনাক্ত হয়নি। ১৫ জনের মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত