Ajker Patrika

আসামির জামিনে অনাপত্তি জানিয়ে ২ ঘণ্টা হাজতে বাদী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ২২: ৩৬
Thumbnail image

‘তিন ছিনতাইকারীর জামিনে আপত্তি নেই’ আদালতে এই বক্তব্য প্রদান করায় মামলার বাদীর ওপর বিরক্ত হন বিচারক। এরপর বাদীকে দুই ঘণ্টা হাজতে আটকে রাখার আদেশ দেন তিনি। একই সঙ্গে ছিনতাই মামলার তিন আসামির জামিনের আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আজ বুধবার বিকেলে চট্টগ্রামের দ্বিতীয় মহানগর হাকিম মো. অলিউল্লাহের আদালতে এ ঘটনা ঘটে।

তথ্যমতে, ১০ আগস্ট সন্ধ্যায় নগরীর চান্দগাঁও থানার চন্দ্রিমা আবাসিক এলাকায় মো. রাকিব নামে এক তরুণের কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তিন ছিনতাইকারী। 

এ ঘটনায় গতকাল মঙ্গলবার থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর চাচা সাহাবউদ্দিন। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন নাঈম উদ্দীন জিতু (২৫), রমিজ খান চিশতী (২৫) ও তৌহিদুল ইসলাম (৩০)।

আজ বুধবার তাঁদের আদালতে হাজির করা হয়। পুলিশের পক্ষ থেকে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন না থাকায় আদালত তাঁদের জামিন আবেদনের ওপর শুনানি করে। এ সময় মামলার বাদী এসে আদালতকে জানান, আসামিদের জামিনে তাঁর আপত্তি নেই। এরপর বিচারক উল্লিখিত আদেশ দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, বাদী সাহাবউদ্দিন চান্দগাঁও থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকায় ভ্যানগাড়িতে ফল বিক্রি করেন। মাঝেমধ্যে তাঁর সঙ্গে ভাতিজা রাকিবও বসেন। ১০ আগস্ট রাকিব ফল বিক্রির ১৫ হাজার টাকা নিয়ে বাসায় যাওয়ার পথে মোটরসাইকেলে করে তিন যুবক তাঁকে ছুরির ভয় দেখিয়ে টাকাগুলো ছিনিয়ে নিয়ে দ্রুত চলে যান।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক জানান, ‘তিন ছিনতাইকারীকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করি। তিনজনের কাছ থেকে ছিনতাই করা ২ হাজার ৪২০ টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল বায়েজিদ বোস্তামি থানার উত্তরা আবাসিক এলাকা থেকে জব্দ করি।’

এ বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল ইসলাম বলেন, ‘উল্লিখিত মামলার বাদী সাহাবউদ্দিন আসামিদের জামিন শুনানির সময় হাজির হয়ে জামিনে আপত্তি নেই বলায়, বাদীকেই কোর্ট লকআপে ঢোকানোর নির্দেশ দেন পুলিশকে। বাদী দুই ঘণ্টা লকআপে থাকেন। জামিন শুনানি শেষে আদালত তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর বাদীকেও লকআপ থেকে ছেড়ে দেওয়ার আদেশ দেওয়া হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত