নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
‘তিন ছিনতাইকারীর জামিনে আপত্তি নেই’ আদালতে এই বক্তব্য প্রদান করায় মামলার বাদীর ওপর বিরক্ত হন বিচারক। এরপর বাদীকে দুই ঘণ্টা হাজতে আটকে রাখার আদেশ দেন তিনি। একই সঙ্গে ছিনতাই মামলার তিন আসামির জামিনের আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আজ বুধবার বিকেলে চট্টগ্রামের দ্বিতীয় মহানগর হাকিম মো. অলিউল্লাহের আদালতে এ ঘটনা ঘটে।
তথ্যমতে, ১০ আগস্ট সন্ধ্যায় নগরীর চান্দগাঁও থানার চন্দ্রিমা আবাসিক এলাকায় মো. রাকিব নামে এক তরুণের কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তিন ছিনতাইকারী।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর চাচা সাহাবউদ্দিন। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন নাঈম উদ্দীন জিতু (২৫), রমিজ খান চিশতী (২৫) ও তৌহিদুল ইসলাম (৩০)।
আজ বুধবার তাঁদের আদালতে হাজির করা হয়। পুলিশের পক্ষ থেকে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন না থাকায় আদালত তাঁদের জামিন আবেদনের ওপর শুনানি করে। এ সময় মামলার বাদী এসে আদালতকে জানান, আসামিদের জামিনে তাঁর আপত্তি নেই। এরপর বিচারক উল্লিখিত আদেশ দেন।
মামলার এজাহার থেকে জানা যায়, বাদী সাহাবউদ্দিন চান্দগাঁও থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকায় ভ্যানগাড়িতে ফল বিক্রি করেন। মাঝেমধ্যে তাঁর সঙ্গে ভাতিজা রাকিবও বসেন। ১০ আগস্ট রাকিব ফল বিক্রির ১৫ হাজার টাকা নিয়ে বাসায় যাওয়ার পথে মোটরসাইকেলে করে তিন যুবক তাঁকে ছুরির ভয় দেখিয়ে টাকাগুলো ছিনিয়ে নিয়ে দ্রুত চলে যান।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক জানান, ‘তিন ছিনতাইকারীকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করি। তিনজনের কাছ থেকে ছিনতাই করা ২ হাজার ৪২০ টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল বায়েজিদ বোস্তামি থানার উত্তরা আবাসিক এলাকা থেকে জব্দ করি।’
এ বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল ইসলাম বলেন, ‘উল্লিখিত মামলার বাদী সাহাবউদ্দিন আসামিদের জামিন শুনানির সময় হাজির হয়ে জামিনে আপত্তি নেই বলায়, বাদীকেই কোর্ট লকআপে ঢোকানোর নির্দেশ দেন পুলিশকে। বাদী দুই ঘণ্টা লকআপে থাকেন। জামিন শুনানি শেষে আদালত তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর বাদীকেও লকআপ থেকে ছেড়ে দেওয়ার আদেশ দেওয়া হয়।’
‘তিন ছিনতাইকারীর জামিনে আপত্তি নেই’ আদালতে এই বক্তব্য প্রদান করায় মামলার বাদীর ওপর বিরক্ত হন বিচারক। এরপর বাদীকে দুই ঘণ্টা হাজতে আটকে রাখার আদেশ দেন তিনি। একই সঙ্গে ছিনতাই মামলার তিন আসামির জামিনের আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আজ বুধবার বিকেলে চট্টগ্রামের দ্বিতীয় মহানগর হাকিম মো. অলিউল্লাহের আদালতে এ ঘটনা ঘটে।
তথ্যমতে, ১০ আগস্ট সন্ধ্যায় নগরীর চান্দগাঁও থানার চন্দ্রিমা আবাসিক এলাকায় মো. রাকিব নামে এক তরুণের কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তিন ছিনতাইকারী।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর চাচা সাহাবউদ্দিন। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন নাঈম উদ্দীন জিতু (২৫), রমিজ খান চিশতী (২৫) ও তৌহিদুল ইসলাম (৩০)।
আজ বুধবার তাঁদের আদালতে হাজির করা হয়। পুলিশের পক্ষ থেকে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন না থাকায় আদালত তাঁদের জামিন আবেদনের ওপর শুনানি করে। এ সময় মামলার বাদী এসে আদালতকে জানান, আসামিদের জামিনে তাঁর আপত্তি নেই। এরপর বিচারক উল্লিখিত আদেশ দেন।
মামলার এজাহার থেকে জানা যায়, বাদী সাহাবউদ্দিন চান্দগাঁও থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকায় ভ্যানগাড়িতে ফল বিক্রি করেন। মাঝেমধ্যে তাঁর সঙ্গে ভাতিজা রাকিবও বসেন। ১০ আগস্ট রাকিব ফল বিক্রির ১৫ হাজার টাকা নিয়ে বাসায় যাওয়ার পথে মোটরসাইকেলে করে তিন যুবক তাঁকে ছুরির ভয় দেখিয়ে টাকাগুলো ছিনিয়ে নিয়ে দ্রুত চলে যান।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক জানান, ‘তিন ছিনতাইকারীকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করি। তিনজনের কাছ থেকে ছিনতাই করা ২ হাজার ৪২০ টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল বায়েজিদ বোস্তামি থানার উত্তরা আবাসিক এলাকা থেকে জব্দ করি।’
এ বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল ইসলাম বলেন, ‘উল্লিখিত মামলার বাদী সাহাবউদ্দিন আসামিদের জামিন শুনানির সময় হাজির হয়ে জামিনে আপত্তি নেই বলায়, বাদীকেই কোর্ট লকআপে ঢোকানোর নির্দেশ দেন পুলিশকে। বাদী দুই ঘণ্টা লকআপে থাকেন। জামিন শুনানি শেষে আদালত তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর বাদীকেও লকআপ থেকে ছেড়ে দেওয়ার আদেশ দেওয়া হয়।’
রাজধানীর হাতিরঝিল মোড়ল গলিতে এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
২০ মিনিট আগে২০৩০ সালের মধ্যে রাজধানীতে নিরাপদ গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে ঢাকা শহরের বাস রুট যৌক্তিকীকরণ এবং প্রতি রুটে অভিন্ন কোম্পানির অধীনে বাস সার্ভিস চালুর একটি উদ্যোগ নিয়েছিল বিগত সরকার। এজন্য ২৪ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প শুরু করা হয় ২০২০ সালের ১ মার্চ।
১ ঘণ্টা আগেপুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
৫ ঘণ্টা আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে