Ajker Patrika

চট্টগ্রামে বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা, সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৭: ২৮
Thumbnail image

চট্টগ্রামে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ সোমবার নগরীর কাজীর দেউড়িতে বেলা সোয়া ৩টার দিকে এ সংঘর্ষ হয়। 

বিএনপি নেতারা বলছেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম নগরে তাঁরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে। 

পুলিশ বলছে, বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। পুলিশ আত্মরক্ষার্থে মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে। 

ঘটনাস্থলে থাকা নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ অতর্কিতে হামলা চালিয়েছে। কর্মীদের লক্ষ্য করে গুলিও ছুড়েছে।’ 

চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবির আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। পুলিশ আত্মরক্ষার্থে মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে।’

সরেজমিন দেখা যায়, নগরের কাজীর দেউড়ির কাঁচাবাজার সামনে শতাধিক নেতা-কর্মী বিক্ষোভ মিছিল করে নাসিমন ভবন দলীয় কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। তখন পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বিএনপির দলীয় কার্যালয়ে পুলিশ তল্লাশি চালায়। এ সময় কয়েকজনকে আটকও করেছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত