Ajker Patrika

ফরিদগঞ্জ এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
ফরিদগঞ্জ এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জে শীলা আক্তার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ঘড়িহানা গ্রাম ওই পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। 

মৃত শীলা আক্তার ওই গ্রামের মো. সাখাওয়াত হোসেনের মেয়ে। শোল্লা স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে গত বছর ২০২৩ সালে একই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়। 

পরিবার ও স্থানীয়রা জানান, ঘটনার দিন সন্ধ্যায় পড়ালেখা না করার কারণে বাবা-মা তাকে বকা দেয়। এতে সে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে নিজের কক্ষের দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর তাকে রাতের খাবার খাওয়ার জন্য পরিবারের সদস্যরা ডাকাডাকি শুরু করেন। একপর্যায়ে তাঁরা জানালা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। এ সময় তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেন। ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. শামসুজ্জামান বলেন, শীলার মরদেহ আজ মঙ্গলবার ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত