Ajker Patrika

চট্টগ্রামে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে গেল দোকানে, নিহত ১

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়েছে। এতে দোকানে নাশতা করতে বসা এক ব্যক্তি ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছেন।

আজ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরায় ইলিয়াস পেট্রলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. আবচার আলী (৫৫)। তিনি একটি ট্রাকের চালকের সহকারী ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের চন্দনাইশে।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকামুখী ডাম্প ট্রাকটি মহাসড়কের ছোট কুমিরা এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের চায়ের দোকানে ঢুকে যায়। এ সময় দোকানে থাকা আবচার ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন আজকের পত্রিকাকে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি ঘটনাস্থল থেকে সরিয়ে থানায় এনে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত