Ajker Patrika

কর্ণফুলীতে যুবকের আত্মহত্যা

প্রতিনিধি
কর্ণফুলীতে যুবকের আত্মহত্যা

কর্ণফুলী (চট্টগ্রাম): চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলানা মুহিবুল্লাহ খান বাড়ি এলাকায় আবুল কাসেম (২৭) নামের এক রিকশা চালক বিষপানে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৭ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয় বড়উঠান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মুছা জানান, এলাকায় ডেকোরেশনের একটি দোকান ছিল কাসেমের। করোনাকালে যখন বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠান বন্ধ হয়ে গেলে বেকার হয়ে যায়। তখন সংসার চালাতে একটি রিকশা চালিয়ে ধরেন সংসারের হাল। বিভিন্ন এনজিও সংস্থা থেকেও নেন লোন। ধারদেনা বেশি হয়ে যাওয়ায় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি।

তিনি আরও জানান, গত মঙ্গলবার (১৫ জুন) রাতে ঘরে থেকে বেরিয়ে যান। ঘণ্টাখানেক পর বিষপান করা অবস্থায় আসেন ঘরের সামনে। করতে থাকেন বমি। এই অবস্থায় তাঁর স্ত্রী কোহিনুর আকতারসহ (২৭) স্বজনরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। দুই দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার  সন্ধ্যায় মারা যায় সে। কাসেম একই এলাকার মৃত দুদু মিয়ার ছেলে। সংসারে স্ত্রী, বৃদ্ধ মা ও ১ ছেলে ১ মেয়ে রয়েছে।

স্ত্রী কোহিনুর আকতার (২৭) জানান, দীর্ঘদিন ধরে বেকার থেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। সব সময় সংসার নিয়ে চিন্তা করতেন। নিজে মরে আমাদের সবাইকে মেরে গেল। আমাদের আর কেউ নেই।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, মঙ্গলবার রাতে বিষপান করা অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করান তাঁর স্বজনরা। দুই দিন চিকিৎসা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত